রানীগঞ্জ : এবার বানস স্ট্যান্ডার্ড কোম্পানি জমিতে বসবাসকারী বস্তিবাসীদের সঙ্গে নিয়ে রানীগঞ্জ রেলওয়ে স্টেশন চত্বরে বিক্ষোভ কর্মসূচিতে শামিল হল, পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতি ও বাম শ্রমিক সংগঠন সিটুর সদস্যরা। এদিন তারা রানীগঞ্জের রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় পৌঁছে দাবি করেন বানস কোম্পানির শ্রমিকদের কোনমতেই উচ্ছেদ করা যাবে না, ওই অংশে বসবাসকারী বস্তিবাসীদের কোন ভাবে না তাদের ওই বস্তিতে থেকে সরানো চলবে না।
তাদের দাবি বার্নস কোম্পানির শ্রমিকদের বকেয়া টাকা অবিলম্বে প্রদান করতে হবে, আর কারখানার যে জমি রয়েছে সেখানে কারখানাই গড়ে তুলতে হবে। এর পাশাপাশি স্থানীয় বেকারদের কর্মসংস্থান দিতে হবে সেখানেই। এ সকল দাবী করে তারা রাজ্য সরকার ও কেন্দ্র সরকার কে তীব্র ভাষায় কটাক্ষ করেন। যদি রেল কর্তৃপক্ষ বস্তিবাসীদের উচ্ছেদ করে তাহলে তারা বৃহত্তর আন্দোলনের পথে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।
এদিনের এই বিক্ষোভের পর রানীগঞ্জের রেল স্টেশনের স্টেশন মাস্টার কে তারা একটি স্মারকলিপি তুলে দেন। তাদের দাবি রেল কর্তৃপক্ষ বস্তিবাসীদের যে নোটিশ দিয়েছে তা পুরোপুরি বেআইনি সেই নোটিশ দিতে বিস্তারিত কোন তথ্যই দেওয়া হয়নি। যদিও এই বিক্ষোভ বা ডেপুটেশন প্রসঙ্গে স্টেশন মাস্টার সংবাদমাধ্যমের কাছে কিছুই জানাতে চাননি। এদিনের এই বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির সভাপতি সঞ্জয় প্রামাণিক,সিটু নেতা তথা রাজ্যের প্রাক্তন বিধায়ক রুনু দত্ত, হেমন্ত প্রভাকর, সুজিত দত্ত সহ বস্তি এলাকার অসংখ্য মানুষ জন।