BAPPA BANERJEE আসানসোল :গরু পাচার মামলায় ধৃত তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে বৃহস্পতিবার দুপুর একটা নাগাদ আসানসোল সিবিআই বিশেষ আদালতে তোলা হয়। কলকাতার নিজাম প্যালেস থেকে সরাসরি তাকে আসানসোল আদালতে এদিন আনা হয়। এদিন এর জন্য আসানসোল সিবিআই আদালতে অনেক বেশি সংখ্যায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিলো। কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে দুটি গাড়িতে সায়গলকে এনে, সরাসরি সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী এজলাসে নিয়ে যাওয়া হয়। তার আগেই আসানসোল আদালতে চলে আসেন সায়গলের আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা। বৃহস্পতিবার সায়গলকে নিজাম প্যালেসে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। তারপরই সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয় সায়গলকে। সিবিআই সূত্রে জানা গিয়েছে, আয়ের চেয়ে বেশি সম্পত্তি রাখার জন্য তাকে গ্রেফতার করা হয়েছে।
কয়েকদিন আগে মুর্শিদাবাদের ডোমকলে সায়গলের বাড়িতে তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্তকারীদের মতে, সায়গলের কাছে গরু পাচার মামলার অনেক তথ্য রয়েছে। সিবিআই তাকে একাধিকবার নিজামের প্যালেসে ডেকে জিজ্ঞাসাবাদ করে। তদন্তকারীদের মতে, সায়গলের বক্তব্যে বেশ কিছু অসঙ্গতি রয়েছে। একারণেই তাকে গ্রেফতার করা হয়েছে।