BAPPA BANERJEE আসানসোল :রাস্তা সংস্কারের দাবিতে মিঠানী গ্রামের প্রবীণ মানুষদের অবস্থান বিক্ষোভ ৷ স্থানীয়দের দাবি, আসানসোলের চিত্রা মোড় থেকে রাধানগর হয়ে চিনাকুড়ি পর্যন্ত দীর্ঘ রাস্তাটি বেহাল দশা প্রাপ্ত হয়েছে দীর্ঘদিন ধরে ৷ অথচ পূর্ত দফতর, পুরবিভাগ, এডিডিএ স্থানীয় থানা সহ বিভিন্ন প্রশাসনিক দফতরে বারবার জানিয়েও বিশেষ সুরাহা হচ্ছেনা ৷ এর আগেও তারা প্রশাসনিক দফতরগুলিতে স্মারকলিপি পাঠিয়ে ১৫ দিনের সময় সীমা দিয়েছিলেন ৷ জানিয়েছিলেন রাস্তা সংস্কার না হলে বর্ষায় তারা প্রতিবছরের মত এবারেও সমস্যা ও বিপদের সম্মুখিন হবেন ৷ তারপরেও প্রশাসনের পক্ষ থেকে রাস্তা সংস্কারের বিষয়ে বিশেষ উদ্যোগ নেওয়া হয়নি ৷
চিনাকুড়ি অঞ্চলে কিছুটা সংস্কার হলেও চিত্রা মোড় থেকে রাধানগর পর্যন্ত রাস্তার অবস্থা ভয়াল দশা প্রাপ্ত হয়েছে ৷ এই পরিস্থিতিতে প্রতিদিন রাস্তার ওপর দুর্ঘটনা ঘটে চলেছে ৷তাই অবিলম্বে রাস্তা সংস্কারের দাবি তুলে শুক্রবার থেকে মিঠানী গ্রামের প্রবীন মানুষেরা অবস্থান বিক্ষোভে বসে ৷ যদিও তাদের এই অবস্থান বিক্ষোভে জরুরি প্রয়োজন ভিত্তিক স্থানীয়দের যাতায়াতের ছাড়পত্র দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা ৷