,
KULTI :আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এর কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি অন্তর্গত চিনাকুড়িতে চিনাকুড়ি ECL কলিয়ারী থেকে তিনটি পিক আপ গাড়িতে লোহা বের হতেই স্থানীয়রা গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়দের অভিযোগ যে বেআইনিভাবে লোহা পাচার করা হচ্ছিলো ঘটনার খবর পেয়ে নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ পৌঁছায় এবং পরিস্থিতি সামাল দিয়ে উক্ত গাড়ি 3 টি নিয়ামতপুর ফাঁড়িতে নিয়ে আসা হয় ।