BAPPA BANERJEE কুলটি :কুলটি থানার সাঁকতরিয়া ফাঁড়ির নতুন আধিকারিক অজয় বাগ যোগদানের পরেই গোপন সূত্র খবর পেয়ে সাঁকতরিয়া হাতিনল এলাকায় গতকাল রাতে অভিযান চালায়, সেই সময় ওই এলাকায় 6 টি বালি বোঝাই ট্রাক্টর আটকায় পুলিশ, পুলিশ কে দেখে ট্রাক্টর চালকরা ট্রাক্টর ছেড়ে পালিয়ে যায়। পুলিশ ট্রাক্টর গুলি আটক করে সাঁকতরিয়া ফাঁড়ি নিয়ে আসে।
পুলিশ সূত্রে জানা যায় যে বেআইনি ভাবে এই বালি পাচার হচ্ছিলো।