সালানপুর ব্লকে একগুচ্ছ সাবমার্সেল এবং রাস্তার কাজের শিল্যানাস করলেন মেয়র তথা বিধায়ক বিধান উপাধ্যায় ASANSOL EXPRESS NEWS

কাজল মিত্র :/সালানপুরে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন বারাবনি বিধায়ক তথা আসানসোল মেয়র বিধান উপাধ্যায় ।
রবিবার ছুটির দিন তার উপর প্রচন্ড তাপমাত্রা আর সেই তাপমাত্রাকে উপেক্ষা করে সালানপুর ব্লকে প্রায় চারটি রাস্তার ও চারটি সাবমার্সেল কাজের শিল্যানাস করলেন মেয়র তথা বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায়।এইদিন রূপনারায়ানপুরের ওয়েস্ট রাঙামাটিয়া,এবং বরাভূই আদিবাসী পাড়া, পিঠাকেয়ারী আদিবাসী পাড়া, বাসকেটিয়া গ্রামে সাবমার্সেলের শিল্যানাস করা হয়।তাছাড়া পিঠাকেয়ারী সহ হদলা ও জেমারীর বাউরি পাড়া এবং বাসকেটিয়া গ্রামে ঢালাই রাস্তার শিল্যানাস করা হয়।এদিন ফিতে কেঁটে এবং নারকেল ফাটিয়ে প্রতিটি কাজের শিল্যানাস করেন বারাবনির বিধায়ক তথা পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায়।তিনি জানান রাজ্য জুড়ে শুরু হয়েছে উন্নয়ন এবং লোকসভা নির্বাচনের সময় পাড়াতে পাড়াতে যখন এসেছিলাম তখন মানুষের যে সব কাজের চাহিদা ছিলো তাই আজ পূরণ করা হচ্ছে। পঞ্চায়েতের নির্বাচনের আগে বাকি থাকা সমস্ত কাজের শিল্যানাস ও উদ্বোধন করা হবে।কারণ হলো একটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু সাধারণ মানুষের জন্য উন্নয়ন করতে চান।উন্নয়নের জায়গা না থাকলেও রাস্তার উপর দিয়ে সাবমার্সেল বোরিং করে পানীয় জল সরবরাহ করা হচ্ছে।তার প্রমাণ হলো আজ রাঙ্গামটিতে বোরিং করার জায়গা ছিলো না কিন্তু জলের অসুবিধা হচ্ছে।তাই ঢালাই রাস্তায় বোরিং করে রাস্তার পাশে জলের ট্যাং লাগিয়ে জল সরবরাহ করা হবে।যাতে মানুষের অসুবিধা না হয়।এদিন উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মদক্ষ মহম্মদ আরমান,পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী কর্মকার ঘাসি,সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র এবং সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভোলা সিং,তৃণমূল কংগ্রেসের নেতা মনোজ তেওয়ারী,মবিন খান,সুভাষ মহাজন সহ পঞ্চায়েতের সদস্য,প্রধান,উপ প্রধানরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!