জাতি শংসাপত্র বিতরণের বিশেষ শিবির রাজ্য সরকারের

BAPPA BANERJEE রানীগঞ্জ :মঙ্গলবার রানীগঞ্জের এগারা পঞ্চায়েতের অন্তর্গত আমকোলার স্যামডাঙ্গা আদিবাসী পাড়ায় অবস্থিত আমকোলা প্রাথমিক বিদ্যালয়ে এ.সি, এস.টি, ওবিসি সম্প্রদায়ভুক্ত মানুষজন ও বিশেষ সম্প্রদায়ের মানুষদের নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশক্রমে সরকারি প্রকল্পের শিবিরের আয়োজন করা হলো। যেখানে এদিন দুয়ারে সরকার প্রকল্পের চৌদ্দটি পরিষেবা ছাড়াও আরও বিভিন্ন পরিষেবা পাওয়ার সুযোগ মিলবে। জানা গেছে দুয়ারে সরকারের এক্সটেনশন পার্ট হিসেবে এই প্রকল্পটি 59 স্পেশাল ক্যাম্প ক্যাম্প এর ক্যাম্পের মাধ্যমে করা হবে।যা আগামী দেড় মাসে প্রত্যন্ত এলাকা গুলিতে পরিষেবা দিয়ে মানুষজনের স্বাস্থ্য থেকে শুরু করে তাদের মাটি সৃষ্টি প্রকল্প সহ নানান কাজে কিভাবে সহায়তা করা যায় সে বিষয়ে জানান দেবেন।

উল্লেখ্য বিষয় এই যে ইতিমধ্যেই রাজ্য সরকারের দুয়ারে সরকার প্রকল্পে সাধারণ মানুষের ব্যাপক সাড়া পেয়েছে সরকার। ইতিমধ্যে এই প্রকল্পের মাধ্যমে শহর অঞ্চল থেকে শুরু করে গ্রামাঞ্চলের বিস্তীর্ণ অংশে সাধারণ মানুষের কাছে পৌঁছে তাদের পরিষেবা দেবার জন্য উদ্যোগ নিয়েছেন তারা। এবারে সেই পরিষেবা কে আরো বেশি ত্বরান্বিত করার লক্ষ্যে দুয়ারে সরকার প্রকল্পের এক্সটেনশন পার্ট শুরু করা হলো। মঙ্গলবার প্রথম পর্যায়ে আমকোলা ডাঙ্গাপাড়ায় এই প্রকল্পের সার্বিক বিষয় গুলি কে নিয়ে এলাকার সাধারণ মানুষের মাঝে উপস্থিত হন রানীগঞ্জের সমষ্টি উন্নয়ন আধিকারিক অভিক ব্যানার্জির সাথেই পঞ্চায়েত সমিতির সভাপতি বিনোদ নুনিয়া সহ সরকারি প্রকল্পের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। সরকারি সব প্রকল্পগুলিকে হাতের নাগালে পেয়ে স্বভাবতই খুশি সকলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!