রানীগঞ্জ :এবার ভুয়ো স্টেশন মাস্টার আসানসোল স্টেশন চত্বরে আটক , ভুয়া স্টেশনমাস্টার সেজে হুমকির সুর অভিযোগ উঠল তিনটি নামের এক ব্যক্তির বিরুদ্ধে۔۔ রেল পুলিশ হাতে আটক ভুয়ো রেল কর্মী ۔۔ আসানসোল স্টেশন চত্বরে টিকিট কাউন্টার এর নিকট সোচালয়ের সামনে গিয়ে নিজেকে পানাগড়ের স্টেশন মাস্টার বলে হুমকির শুরে পরিচয় দিছিলো , সেই সময় কিছু রেল কর্মীদের নজরে পড়ে বিষয়টি তারা সাথে সাথে রেল পুলিশকে খবর দেয় পুলিশ এসে ভুয়ো ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য রেল পুলিশের আধিকারিকের কাছে নিয়ে যায় , জিজ্ঞাসাবাদ শুরু করে , জিজ্ঞাসা বাদের সময়ে তিনটি আইডেন্টি কার্ড পাওয়া যায় সেই মুহুত্তে সন্দেহ জাগে রেল পুলিশের , জোরকদমে তল্লাশির পর জানা যায় এই ব্যক্তিত্ব ভুয়ো ,আসলে ঝাড়খন্ড ধানবাদ জামুই অঞ্চলে বাড়ি , সে বলতো পানাগরের আমি স্টেশন মাস্টার , ভুয়ো স্টেশনমাস্টারের , তর্ময় কর , সনাতন হালদার , এবং জয় গোস্বামী এই তিনটি নামে পরিচয় পত্র অভিযুক্তর কাজ থেকে পায় রেল পুলিশ , ব্যক্তিকে আটক করা হয় রেল পুলিশ পক্ষ থেকে ,
ভুয়ো স্টেশন মাস্টার আসানসোল স্টেশন চত্বরে আটক
