BAPPABANERJEE রানীগঞ্জ :বৃহস্পতিবার, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনে ৫ টি এমআইসির নাম ঘোষণা করা হয়েছিল এবং তাদের শপথ দেওয়া হয়েছিল, যার মধ্যে প্রবীণ টিএমসি নেতা দিব্যেন্দু ভগত ছিল। রানিগঞ্জের এই প্রবীণ টিএমসি নেতা টানা দ্বিতীয়বারের মতো এমআইসি পদ পেয়েছেন। তাঁর এমআইসি হওয়ায় তাঁর সমর্থকরা খুবই খুশি। দিব্যেন্দু ভগত অফিস ও গোপনীয়তার শপথ নেওয়ার পরে রানিগঞ্জে পৌঁছলে টিএমসি কর্মী ও সমর্থকরা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। ফুলের মালা পরিয়ে এবং পটকা ফাটিয়ে তাকে স্বাগত জানানো হয়, সমর্থকরা একে অপরকে মিষ্টিও খাওয়ায়, এরপর তিনি রাণীগঞ্জ বোরো দুটি অফিসে পৌঁছান, অফিসের কর্মীরাও নতুন এমআইসিকে স্বাগত জানান, তারা সবার সাথে মিশে যান এবং রানিগঞ্জের বাসিন্দাদের উন্নত নাগরিক হিসেবে গড়ে তোলের কথা বলেন । সুযোগ-সুবিধা প্রদানের প্রচেষ্টার আহ্বান জানান।
প্রবীণ টিএমসি নেতা টানা দ্বিতীয়বারের মতো এমআইসি পদ পেলেন দিব্যেন্দু ভগত খুশি রানীগঞ্জ শহর
