কাজল মিত্র :-বৃহস্পতিবার পৌর কর্পোরেশনের মুখোমুখী অডিটোরিয়ামে আসানসোল পৌর কর্পোরেশনের মেয়র বিধান উপাধ্যায় এর উপস্থিতিতে 5টি এমএমআইসির নাম ঘোষণা করেন।যাদের মধ্যে সুব্রত অধিকারী,মানস দাস, দিব্যেন্দু ভগত,গুরুদাস চ্যাটার্জি, ইন্দ্রানী মিশ্র। এই উপলক্ষে বিধান উপাধ্যায় পাঁচটি এমএমআইসিকে শপথ বাক্য পড়ান। এই অনুষ্ঠানে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, ওয়াশিমুল হক এবং টিএমসি কাউন্সিলর ও সমর্থকরা উপস্থিত ছিলেন। নাম ঘোষণার সঙ্গে সঙ্গে টিএমসি কর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ছিল দেখার মতো। এই উপলক্ষে, বিধান উপাধ্যায় সাংবাদিকদের বলেন যে এইমাত্র 5টি এমএমআইসি ঘোষণা করা হয়েছে। অন্যান্য নাম খুব শীঘ্রই ঘোষণা করা হবে ।তিনি বলেন বোরো চেয়ারম্যান এবং ডেপুটি মেয়রকে ঘিরে যে জল্পনা তৈরি হয়েছে তা খুব শীঘ্রই পরিষ্কার করা হবে।মেয়র দাবি করেন, সবেমাত্র যাদের নাম ঘোষণা করা হয়েছে আগামী দিনে পৌরসভার কাজ খুব ভালোভাবে পরিচালনা হবে । পৌর কর্পোরেশনে যা কিছু সমস্যা আছে সেগুলো পর্যায়ক্রমে সমাধান করা হবে। এ জন্য মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং নবনিযুক্ত এমএমআইসি একসঙ্গে কাজ করবে।
আসানসোল পৌর কর্পোরেশনের মেয়র বিধান উপাধ্যায় এর উপস্থিতিতে 5টি এমএমআইসির নাম ঘোষণা
