রানীগঞ্জ জে কে নগর স্কুলে অনিয়মের অভিযোগ টিআইসি বিরুদ্ধে স্কুলের পরিচালনা কমিটির সভাপতির তদন্তে ডিআই

রানীগঞ্জ জে কে নগর স্কুলে অনিয়মের অভিযোগ টিআইসি বিরুদ্ধে অভিযোগ স্কুলের পরিচালনা কমিটির সভাপতির তদন্তে ডিআই

BAPPA BANERJEE রানীগঞ্জ :রানীগঞ্জ থানার অন্তর্গত নিমচা ফাঁড়ির জে কে নগর হাই স্কুলে বৃহস্পতিবার ডি আই স্কুলের টিআইসি শামীম আখতার উপর যে অনিয়মের অভিযোগ এসেছে তার তদন্তে করতে স্কুলে পৌঁছান। স্কুলের পরিচলানা কমিটি সভাপতি সুব্রত চ্যাটার্জী অভিযোগ এই স্কুলের টিআইসি স্কুলের পোশাক বিতরণ, মিড ডে মিল, স্কুল নির্মাণ সমস্ত কিছু অনিয়মের’ বাইরে কাজ করছে বলে অভিযোগ।

তিনি এই ব্যাপারে পশ্চিম বর্ধমানের জেলাশাসকের কাছে তদন্তের আর্জি জানান। সেই ব্যাপারে স্কুলের সমস্ত স্টাফ ও অভিভাবকদের নিয়ে তদন্ত করে। সমস্ত তদন্ত হওয়ার পর জানান তদন্ত করা হয়েছে তার সমস্ত রিপোর্ট পরে দেওয়া হবে। এই তদন্তে উপস্থিত ছিলেন এডিয়াই। তিনি জানান সমস্ত রিপোর্ট তৈরি হওয়ার পর উচ্চ অধিকারীর কাছে জমা দেওয়া হবে। উনি জানান মাধ্যমিক পরীক্ষা তে ৩৯৩ ছাত্র বদলে ৪৩৬ ছাত্র পরীক্ষা দিয়েছে বলে অভিযোগ। সেই বিষয়ে তদন্ত করা হয়েছে। ওই স্কুলের পরিচালনা কমিটির সভাপতি সুব্রত চ্যাটার্জী জানান স্কুলের টি আই সি ডিয়াই আসার আগে স্কুলের সমস্ত তথ্য গোপন করে রাখার চেষ্টা করছিলেন। এবং সেখানে শিক্ষা সেলের একজন ব্যক্তি রাণীগঞ্জ থেকে এসে টিআইসি কে স্কুলের সমস্ত অনিয়মের কাজ করেছে তার থেকে বাঁচানোর চেষ্টা করছিলেন ।তা দেখতে পেয়ে স্থানীয় অভিভাবক এবং স্কুলের ছাত্ররা চড়াও হন তার উপর এবং বিক্ষোভ দেখায়। এই ব্যাপারে তদন্তের দাবি করেন এই স্কুলের অভিভাবক ও ছাত্ররা ।সেই ব্যক্তিকে কিছু জিজ্ঞাসা করা হলে কিন্তু কিছু বলতে চাইনি। স্কুলের টিআইসি এই স্কুলে প্রচুর অনিয়মের কাজ করেছে যা লুকোনোর চেষ্টা করছে। তদন্ত হয়েছে এবং তদন্ত রিপোর্ট এলেই বোঝা যাবে তদন্ত কোন জায়গায় পৌঁছেছে। এবং ওই স্কুলের টিআইসি শামীম আখতার এই ব্যাপারে কিছু বলতে চাইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!