BAPPA BANERJEE রানীগঞ্জ :শুক্রবার রানীগঞ্জের রবিন সেন স্টেডিয়ামে দিব্যেন্দু ভগতকে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের পক্ষ থেকে মেয়র পরিষদ করার জন্য এবার মর্নিং ওয়াকার ইয়োগা গ্রুপ দ্বারা সম্মানিত করা হল রানিগঞ্জের জনপ্রিয় তৃণমূল কংগ্রেস নেতা ও কাউন্সিলার দিব্যেন্দু ভগতকে। এদিন প্রবীণ সমাজ সেবক নাথমল কেদিয়া ও রানিগঞ্জ চেম্বার অফ কমার্সের প্রধান উপদেষ্টা আরপি খৈতান তাকে ফুলের তোড়া দিয়ে সম্মান জানান। আরপি খৈতান জানান, তিনি খুবই জনপ্রিয় ও সরল মানুষ। তাকে আবারও এমআইসি করায়, এটা স্পষ্ট হয়ে গেছে ভগত একজন ভালো মানুষ ও একজন দক্ষ কর্মকর্তা। আশা করি এই এলাকার উন্নয়ন হবে। দিব্যেন্দু ভগত জানান, আমি সর্বত্রই ভালোবাসা পাচ্ছি।সহযোগিতাও পাচ্ছি। এই স্টেডিয়ামকে অত্যাধুনিক স্টেডিয়াম করতে তিনি কোনো বিশেষভাবে উদ্যোগ নেবেন বলেই জানিয়েছেন। :শুক্রবার রানীগঞ্জের রবিন সেন স্টেডিয়ামে দিব্যেন্দু ভগতকে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের পক্ষ থেকে মেয়র পরিষদ করার জন্য এবার মর্নিং ওয়াকার ইয়োগা গ্রুপ দ্বারা সম্মানিত করা হল রানিগঞ্জের জনপ্রিয় তৃণমূল কংগ্রেস নেতা ও কাউন্সিলার দিব্যেন্দু ভগতকে। এদিন প্রবীণ সমাজ সেবক নাথমল কেদিয়া ও রানিগঞ্জ চেম্বার অফ কমার্সের প্রধান উপদেষ্টা আরপি খৈতান তাকে ফুলের তোড়া দিয়ে সম্মান জানান। আরপি খৈতান জানান, তিনি খুবই জনপ্রিয় ও সরল মানুষ। তাকে আবারও এমআইসি করায়, এটা স্পষ্ট হয়ে গেছে ভগত একজন ভালো মানুষ ও একজন দক্ষ কর্মকর্তা। আশা করি এই এলাকার উন্নয়ন হবে। দিব্যেন্দু ভগত জানান, আমি সর্বত্রই ভালোবাসা পাচ্ছি।সহযোগিতাও পাচ্ছি। এই স্টেডিয়ামকে অত্যাধুনিক স্টেডিয়াম করতে তিনি কোনো বিশেষভাবে উদ্যোগ নেবেন বলেই জানিয়েছেন।
মর্নিং ওয়াকার ইয়োগা গ্রুপ দ্বারা সম্মানিত করা হল দ্বিতীয়বারের মেয়র পরিষদ দিব্যেন্দু ভগতকে
