মর্নিং ওয়াকার ইয়োগা গ্রুপ দ্বারা সম্মানিত করা হল দ্বিতীয়বারের মেয়র পরিষদ দিব্যেন্দু ভগতকে

BAPPA BANERJEE রানীগঞ্জ :শুক্রবার রানীগঞ্জের রবিন সেন স্টেডিয়ামে দিব্যেন্দু ভগতকে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের পক্ষ থেকে মেয়র পরিষদ করার জন্য এবার মর্নিং ওয়াকার ইয়োগা গ্রুপ দ্বারা সম্মানিত করা হল রানিগঞ্জের জনপ্রিয় তৃণমূল কংগ্রেস নেতা ও কাউন্সিলার দিব্যেন্দু ভগতকে। এদিন প্রবীণ সমাজ সেবক নাথমল কেদিয়া ও রানিগঞ্জ চেম্বার অফ কমার্সের প্রধান উপদেষ্টা আরপি খৈতান তাকে ফুলের তোড়া দিয়ে সম্মান জানান। আরপি খৈতান জানান, তিনি খুবই জনপ্রিয় ও সরল মানুষ। তাকে আবারও এমআইসি করায়, এটা স্পষ্ট হয়ে গেছে ভগত একজন ভালো মানুষ ও একজন দক্ষ কর্মকর্তা। আশা করি এই এলাকার উন্নয়ন হবে। দিব্যেন্দু ভগত জানান, আমি সর্বত্রই ভালোবাসা পাচ্ছি।সহযোগিতাও পাচ্ছি। এই স্টেডিয়ামকে অত্যাধুনিক স্টেডিয়াম করতে তিনি কোনো বিশেষভাবে উদ্যোগ নেবেন বলেই জানিয়েছেন। :শুক্রবার রানীগঞ্জের রবিন সেন স্টেডিয়ামে দিব্যেন্দু ভগতকে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের পক্ষ থেকে মেয়র পরিষদ করার জন্য এবার মর্নিং ওয়াকার ইয়োগা গ্রুপ দ্বারা সম্মানিত করা হল রানিগঞ্জের জনপ্রিয় তৃণমূল কংগ্রেস নেতা ও কাউন্সিলার দিব্যেন্দু ভগতকে। এদিন প্রবীণ সমাজ সেবক নাথমল কেদিয়া ও রানিগঞ্জ চেম্বার অফ কমার্সের প্রধান উপদেষ্টা আরপি খৈতান তাকে ফুলের তোড়া দিয়ে সম্মান জানান। আরপি খৈতান জানান, তিনি খুবই জনপ্রিয় ও সরল মানুষ। তাকে আবারও এমআইসি করায়, এটা স্পষ্ট হয়ে গেছে ভগত একজন ভালো মানুষ ও একজন দক্ষ কর্মকর্তা। আশা করি এই এলাকার উন্নয়ন হবে। দিব্যেন্দু ভগত জানান, আমি সর্বত্রই ভালোবাসা পাচ্ছি।সহযোগিতাও পাচ্ছি। এই স্টেডিয়ামকে অত্যাধুনিক স্টেডিয়াম করতে তিনি কোনো বিশেষভাবে উদ্যোগ নেবেন বলেই জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!