জামুডিয়া থানার শ্রীপুর ফাড়ির অন্তর্গত জাতীয় রাজপথ 2-এর শ্রীপুর মোড়ে রাস্তা পার হওয়ার সময় চার চাকার ধাক্কায় আহত হয়েদেহ রেখে ২ নো জাতীয় সড়ক অবরোধ

KARANTI SHINGH জামুডিয়া:- জামুডিয়া থানার শ্রীপুর ফাড়ির অন্তর্গত জাতীয় রাজপথ 2-এর শ্রীপুর মোড়ে রাস্তা পার হওয়ার সময় চার চাকার ধাক্কায় আহত হয়ে একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম জোগন মাহাতো বলে জানা গেছে এবং সে গুঞ্জন পার্ক চাষিপাড়ার বাসিন্দা। ঘটনার পর পুলিশের ভূমিকা ও বিচারের দাবিতে মরদেহ হাইওয়েতে রেখে বিক্ষোভ করেন নিহতের স্বজনরা। এ কারণে মহাসড়কে দীর্ঘক্ষণ যানজটের সৃষ্টি হয়। মৃতের ছেলে মনোজ মাহাতোর অভিযোগ, গোবিন্দ নগরের দিক থেকে হাইওয়েতে পুলিশের একটি গাড়ি আরেকটি গাড়িকে ধাওয়া করছিল। পালাতে গিয়ে পুলিশ যে গাড়িটিকে ধাওয়া করছিল সেই গাড়ির ধাক্কায় আমাদের বাবা মারা যান। তিনি জানান, এ বিষয়ে কথা বলতে আমরা শ্রীপুর ফাড়িতে গেলে ফাড়িতে উপস্থিত পুলিশ সদস্যদের অসহযোগিতা পাওয়া যায় এবং বলা হয় সন্ধ্যায় আসবে। যার কারণে ঘটনার সুষ্ঠু তদন্ত করে পরিবারের সদস্যরা যাতে উপযুক্ত ক্ষতিপূরণ পায় সেজন্য আমরা সন্ধ্যায় শ্রীপুর মোড়ের কাছে নিহতের লাশ মহাসড়কে রেখে প্রতিবাদ করতে বাধ্য হয়েছি। এসময় প্রায় ১৫ থেকে ২০ মিনিট মহাসড়কে যানজটে পড়ে। ঘটনার খবর পাওয়া মাত্রই স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ঊষা পাসওয়ান ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করে যানজট সরান। কাউন্সিলর ঊষা পাসওয়ান বলেন যে জোগান মাহাতোর মৃত্যুর খবর পাওয়া গেছে যে গাড়িটি পুলিশ তাড়া করেছিল সেই গাড়ি থেকেই ধাক্কাতে উনার মৃত্যু হয়েছে। আমরা পরিবারের সঙ্গে আছি এবং থাকব। একই তৃণমূল নেতা ভোলা পাসওয়ান, বাপি ব্যানার্জি, গুড্ডু খান, চন্দন যাদবও ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। অপরদিকে শ্রীপুর ফাড়ি ইনচার্জ এস. কে রিয়াজউদ্দিন বলেন, কীভাবে মৃত্যু হয়েছে তা আমরা এখনো জানি না। বর্তমানে এটি তদন্তের বিষয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!