দিগুলী আদিবাসীদের মাঝে উপস্থিত পুলিশ কমিশনার শুনলেন তাদের সমস্যার কথা, দিলেন আশ্বাস

BAPPA BANERJEE জামুরিয়া :শনিবার বিকেলে জামুরিয়া থানার অন্তর্গত চুরুলিয়া পুলিশ ফাঁড়ি এলাকায় অবস্থিত চুরুলিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দিগুলী আদিবাসী গ্রামের মাঝে অবস্থিত দিগুলী আদিবাসী প্রাথমিক বিদ্যালয় পৌঁছে আদিবাসী মানুষজনের অসুবিধের বিষয়গুলি শুনে নিলেন পুলিশ কমিশনার সুধীর কুমার নীলকান্তম, পরে তিনি আদিবাসী মানুষজনদের নানান সমস্যার কথা তুলে ধরার সাথে এলাকার বিশেষ সমস্যা জলের আর সেই জল তারা চুরি করে খায়, এটি তারা কমিশনারের কাছে না বললেও সংবাদমাধ্যমের কাছে জানান, তাদের দাবি এই এলাকায় গড়ে ওঠা বেসরকারি কয়লা সংস্থার জল চুরি করে খেতে হয় তাদের বলে দাবি করেছেন, যদিও কমিশনারের কাছে এই বিষয় উপস্থাপন না হলেও কমিশনার জানিয়েছেন পঞ্চায়েত স্তরে বিষয় গুলি আলোচনা করে যাতে সমাধানসূত্র বের করা হয় তার জন্য তিনি কথা বলবেন বলে জানিয়েছেন।

পরে এদিন গ্রামীণদের দাবি করোনার আবহের আগে প্রেরণা নামক প্রকল্পের মাধ্যমে এলাকার বয়স্ক মানুষদের পড়াশোনার জন্য পুলিশ প্রশাসন দ্বারা দীর্ঘ সময় ধরে চলা স্কুল বন্ধ থাকায় নৈশ স্কুল বর্তমানে বন্ধ রয়েছে যা অবিলম্বে চালু করা হবে বলে জানান পুলিশ কমিশনার। এদিন মানুষজন এদের অসুবিধার কথা জানার পরে পুলিশ কমিশনার ও পুলিশের অন্য উচ্চপদস্থ আধিকারিকেরা এলাকার আটটি ফুটবল দলের হাতে ফুটবল তুলে দেওয়ার পাশাপাশি স্কুলপড়ুয়াদের হাতে স্কুল ব্যাগ তুলে দেন। এই কর্মসূচিতে বিশেষভাবে উপস্থিত থাকতে দেখা যায় পুলিশ কমিশনার ছাড়াও ডিসিপি ডক্টর এস এস কুলদীপ, এসিপি সেন্ট্রাল টু তথাগত পান্ডে, জামুরিয়া থানার সদ্য দায়িত্বপ্রাপ্ত ওসি রাহুল দেব মন্ডল, চুরুলিয়া থানার আইসি বিশ্বজিৎ রায়, পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!