BAPPA BANERJEE রানীগঞ্জ :নৈশ ক্রিকেটে বাজিমাত করলো ভাস্কর বাবলু একাদশ। শনিবার সট ক্রিকেটের আয়োজন করা হয় রানীগঞ্জের 93 নম্বর ওয়ার্ডের বুজির বাঁধ এলাকার, জাগৃতি সংঘ ক্লাবে, খেলা উদ্যোগ নেন সন্তোষ সিং ,গৌতম সিং যেখানে এদিন বৃষ্টির জলের মধ্যেই রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় উপস্থিত হয়ে ফিতে কেটে ব্যাট করে খেলার উদ্বোধন করেন। রানীগঞ্জ, আসানসোল, দুর্গাপুর এলাকার 24 টি দল অংশ নেয় এই খেলায়। চূড়ান্ত পর্যায়ের খেলা ভাস্কর বাবলু দল তিন ওভারে 40 রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে বাল্লি একাদশ দল তিন ওভারে 39 রান সংগ্রহ করতে পারে। জানা গেছে এদিনের জয়ী দলকে নগদ সাতেরো হাজার টাকা ও ট্রফি , ও বিজিত দলকে চোদ্দ হাজার টাকার নগদ ও ট্রফি দেওয়া হয়। এদিনের এই খেলার পরিচালনা করেন রানীগঞ্জ রিফারীজ অ্যাসোসিয়েশনের এর রঞ্জিত রাম দে, অমর সাঙ্গুই, মনিকাঞ্চন ও সুজিত মন্ডল।
রানীগঞ্জ জাগ্রতি সংঘ ক্লাবের উদ্যোগে রাত্রি শর্ট পিচ ক্রিকেট প্রতিযোগিতা “YOUTH CUP 2022”
