BAPPA BANERJEE রানীগঞ্জ :রানীগঞ্জের তিরাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সাতগ্রাম এরিয়ার, নিমচা হাই ওয়াল খোলামুখ খনির প্রকল্পের কাজ বন্ধ করে বিক্ষোভে সামিল হল এলাকার কয়েক শ আদিবাসী সম্প্রদায়ের মানুষের সাথেই অসংখ্য গ্রামীণ। তারা এদিন এই কয়লা উত্তোলনকারী সংস্থার কাছে ১৩ দফা দাবি নিয়ে প্রতিবাদে সরব হয়। তাদের দাবি গুলির মধ্যে অন্যতম হলো লংওয়াল কয়লাখনি গড়ে ওঠায় সংলগ্ন গ্রামাঞ্চলের বিভিন্ন জলাশয় শুকিয়ে পড়েছে এর জেরে তীব্র জলসঙ্কট রয়েছেন তারা, অবিলম্বে সেই জল সংকট মোকাবেলার দাবি , এছাড়াও ব্লাস্টিং এর ফলে ক্ষতিগ্রস্ত বাড়ি গুলিকে ক্ষতিপূরণ প্রদানের দাবি, জমিদাতাদের অবিলম্বে চাকরি প্রদানের দাবি, ওই সমস্ত এলাকা যেখানে কয়লা উত্তোলন প্রক্রিয়া চলছে, সেখানে যাদের চাষা আবাদ ছিলো তাদের অবিলম্বে বিকল্প কাজের ব্যবস্থা গ্রহণের দাবি, ও ওই কয়লা খনিতে কর্মরত অস্থায়ী শ্রমিকদের অবিলম্বে পি.এফ, ই. এস.আই প্রকল্পের আওতায় নিয়ে আসার দাবি ও তাদের প্রতি মাসেই ঠিকা কর্মীদের বেতন প্রদানের দাবি সহ একাধিক দাবি জানায় তারা। এদিনের এই কর্মসূচিতে বিশেষভাবে নেতৃত্ব দিতে দেখা যায় তিরাট গ্রামের প্রাক্তন পঞ্চায়েত সদস্য পরেশ মন্ডল, জীবন ব্যানার্জি, বিজয় গোপ, শান্তি দত্ত, বাবন হেমব্রম প্রমুখ।
নিমচা হাই ওয়াল খোলামুখ খনির প্রকল্পের কাজ বন্ধ করে বিক্ষোভে সামিল হল এলাকার কয়েক শ আদিবাসী সম্প্রদায়ের মানুষ
