BAPPA BANERJEE রানীগঞ্জ :এবার মঙ্গলপুর শিল্প তালুকের বন্ধ পড়ে থাকা হুগলি জুট মিলে কোটি টাকা মূল্যের যন্ত্রাংশ পাচার করা রুখে দিল বাম শ্রমিক সংগঠন সিটু ও তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুর নাগাদ তারা জুট মিলের বহুমূল্যবান যন্ত্রাংশ বেটিং মেশিন সহ বেশকিছু মেশিন গার্ড এর উপস্থিতিতে অন্য কারখানার শ্রমিকেরা খুলে নিয়ে যাচ্ছে এই খবর পেয়ে তারা তড়িঘড়ি মিলে পৌঁছে ঐশীদের মেশিন খুলে নিয়ে যাওয়া থেকে বাধা দিলে তারা তড়িঘড়ি এলাকা ছেড়ে চম্পট দেয়। শ্রমিক সংগঠনের দাবী চুপিসারে কেন তারা এভাবে মেশিন নিয়ে যাচ্ছে তা জানতেই কারখানা আবার খোলা নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করেছেন তারা। তাদের দাবি এই কারখানায় তেরোশো 9 জন বেকার ভাতা পায় অনলে পাঁচ হাজার শ্রমিক কাজের সঙ্গে যুক্ত তারপরও কে এভাবে মেশিন পাচার করার মতলব রেখেছে দুষ্ট চক্র তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। উল্লেখ্য এই জুটমিল কাঁচামালের যোগান এর অভাব দেখিয়ে 2011 সালের 27 জুলাই বন্ধ হয় তারপরে ইমেইল খোলার কোনো উদ্যোগই লক্ষ্য করা যায়নি। এবার নতুন করে ওই জুটমিলের ভেতরেই গার্ড এদের সঙ্গে যোগসাজশ করে মূল্যবান যন্ত্রাংশ ধীরে ধীরে পাচার করছে কারখানা কর্তৃপক্ষ দাবি করেছেন সমিতি সংগঠন। তাদের দাবি ইতিমধ্যে বেশ কিছু মূল্যবান যন্ত্রাংশ পাচার হয়ে গিয়েছে যা তারা এদিন কারখানার চত্বরে গিয়ে লক্ষ্য করে দাবি করেন।