রানীগঞ্জ আদিবাসী সমবায় সমন্বয় সমিতির ১৭দফা দাবি নিয়ে বিক্ষোভ দেখায় সমষ্টি উন্নয়ন দপ্তরের সামনে

BAPPA BANERJEE রানীগঞ্জ :রানীগঞ্জ আদিবাসী সমবায় সমন্বয় সমিতির ডাকে পাঁচটি মূল দাবিকে সামনে রেখে গন ডেপুটেশন কর্মসূচিতে সামিল হল আদিবাসীদের দশটি সংগঠনের কয়েকশো মানুষজন। এদিন তারা রানীগঞ্জের সমষ্টি উন্নয়ন দপ্তরের সামনে দু’ঘণ্টার বেশি সময় ধরে বিক্ষোভ দেখিয়ে তাদের দাবি-দাওয়া গুলি জনসমক্ষে তুলে ধরেন। তাদের দাবি গুলির মধ্যে অন্যতম রয়েছে জাহের থানের পাট্টা প্রদান, শ্মশান এলাকার চিহ্নিত করন, আদিবাসীদের বাস্তভিটা জমির পাট্টা অবিলম্বে প্রদান, আদিবাসীদের আবাসিক হোস্টেল নির্মাণের দাবি, এস টি সার্টিফিকেট প্রদানের সরলীকরণ, শিক্ষাক্ষেত্রে আদিবাসী ভাষায় পঠন-পাঠনের ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

 

দীর্ঘক্ষন সমষ্টি উন্নয়ন আধিকারিক উপস্থিত না হওয়ায় পুলিশ প্রশাসনের ঘেরাটোপের মাঝে আদিবাসীরা তাদের বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যান। পরে রানীগঞ্জের সমষ্টি উন্নয়ন আধিকারিক অভিক ব্যানার্জি ও রানীগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি বিনোদ নুনিয়া দপ্তরে পৌঁছে আদিবাসী সম্প্রদায়ভুক্ত মানুষজনের সঙ্গে দীর্ঘ আলোচনা করে ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিলে স্বাভাবিক হয় পরিস্থিতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!