BAPPA BANERJEE রানীগঞ্জ :এবার আদিবাসী সম্প্রদায়ভুক্ত মানুষজন ও আমকোলা এলাকার মানুষজনদের দাবি অনুযায়ী তাদের সুসাস্থ্যর লক্ষ্যে, গড়ে উঠতে চলেছে 850 স্কয়ার ফুটের দ্বিতল সুস্বাস্থ্য কেন্দ্র। ফিফটিন্থ ফিন্যান্স কমিশনের অর্থ তহবিলের 30 লক্ষ টাকা ব্যয় করে এই সুস্বাস্থ্য কেন্দ্র গড়ে উঠছে শ্যাম ডাঙ্গা সুস্বাস্থ্য কেন্দ্র নামে। দীর্ঘদিন ধরে এলাকায় স্বাস্থ্য পরিষেবা প্রদানের লক্ষ্যে তেমন কোনো স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র না থাকায় স্বাস্থ্য পরিষেবার দাবি জানিয়েছিল আদিবাসী সংগঠনের সদস্যরা, সেই কথা মাথায় রেখেই এবার আমকলা আইসিডিএস সেন্টার লাগোয়া এলাকায় পতিত জমির মধ্যে এই স্বাস্থ্য কেন্দ্র টি গড়ে উঠছে যা আগামী 9 মাসের মধ্যেই গড়ে উঠবে বলে জানিয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি বিনোদ নুনিয়া