আর মাত্র কয়েক দিন পর রথ চলছে জোরকদমে প্রস্তুতি ASANSOL EXPRESS NEWS

 

BAPPA BANERJEE রানীগঞ্জ :রথের মেলার আর মাত্র কয়েকটা দিন বাকি, তার আগেই খনি শহর রানীগঞ্জে ঐতিহ্যবাহী পেতলের রথ পরিষ্কারের কাজ শুরু করলো দীর্ঘদিন বংশানুক্রমিক ভাবে কাজ করে আসা শ্রমিকেরা। তারা এদিন রামায়ণ-মহাভারতের বিভিন্ন কথোকথার বিষয়কে দেব দেবতাদের মূর্তি দিয়ে সাজিয়ে তোলা পেতলের রথ কে, ইটের গুঁড়ো সাবান গুঁড়ো ও তেঁতুল দিয়ে নারকেল ছোবড়ার সাহায্যে সাফাই করার কাজ শুরু করেছে। তাদের দাবি রথের মেলার আগেই সমস্ত রথ কে চকচকে ঝকঝকে করে তুলবে তারা। উল্লেখ্য রানীগঞ্জের এই পেতলের রথ দেখতে দূর-দূরান্ত থেকে হাজারো মানুষ রথের মেলার দিনগুলিতে হাজির হন সিয়ারসোল গ্রামের রাজবাড়ীতে। এবারও চলছে সেই মেলা বসার প্রক্রিয়া।মিতির সভাপতি বিনোদ নুনিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!