BAPPA BANERJEE রানীগঞ্জ :রানীগঞ্জের পাঞ্জাবীমোড় থেকে শুরু করে রানীগঞ্জের আই হসপিটাল পর্যন্ত এলাকায় জাতীয় সড়কের দুই প্রান্তে পায়ে হেঁটে চলার ফুটপাত করা হয়েছিল আসানসোল কর্পোরেশন এর তরফে। এবার সেই ফুটপাত সরিয়ে দেওয়ার দাবি জানালো ব্যবসায়িক সংগঠন ফসবিকির সম্পাদক রাজেন্দ্র প্রসাদ খৈতান। তিনি দাবি করেন রানীগঞ্জের রাস্তা এমনিতেই সংকীর্ণ তারপর ফুটপাত করার নামে রাস্তার পরিধি কমে গেছে এর জেরে যানজট বেড়েছে, পাশাপাশি ওই ফুটপাত দিয়ে মানুষ হাঁটা-চলা করতেও গিয়েও দূর্ভোগে পড়ছে বলে দাবি করেছেন তিনি। তার দাবি এই কাজটি করার জন্য বারবার বলার পরও কোনো উদ্যোগ নেওয়া হয়নি তাই অবিলম্বে এ নিয়ে ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছেন তিনি। যদিও এ বিষয়ে মেয়র পরিষদ দিব্যেন্দু ভগৎ জানিয়েছেন বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিয়ে শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করা হবে।
ফুটপাত সরিয়ে দেওয়ার দাবি জানালো ব্যবসায়িক সংগঠন ফসবিকির সম্পাদক রাজেন্দ্র প্রসাদ খৈতান ASANSOL EXPRESS NEWS
