BAPPA BANERJEE রানীগঞ্জ :রানীগঞ্জের কুমোর বাজার এলাকার চীনকুঠি মোড়ে অঞ্চলের সার্কাস ময়দানে অস্থায়ী ভাবে গড়ে ওঠা হাট বাজার থেকে এবার দোকানিরা সরে যাওয়ার নির্দেশ দেয় রেলওয়ে কর্তৃপক্ষ , শনিবারই সকলকে ওই হাট বাজার থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া ব্যবসার অনিশ্চয়তার বিষয় সামনে আশায় হতাশায় ভেঙে পড়েন তারা। বিগত দুবছর আগে করোনাকালের সময়ে তাদের রানীগঞ্জ বাজার এলাকা থেকে সরিয়ে দিয়ে তিন কোটি মোড় এলাকার সার্কাস ময়দান অস্থায়ীভাবে হাট বাজার গড়ে তোলা হয়, এরপর সেখানে স্থায়ীভাবে উচ্চ বাতিস্তম্ভ লাগানোর সাথে জল সরবরাহের ব্যবস্থা করা হয়। এরপরই হঠাৎ করে রেলওয়ে কর্তৃপক্ষ ওই বাজারকে ভেঙ্গে দেওয়া হবে বলে নোটিশ দিলে সকলেই এবার দাবি করেন তারা করপোরেশনের পক্ষ থেকে এখানে এসে দোকানপাট করেছেন তাই তাদের উপযুক্ত দোকানের ব্যবস্থা না করা হলে তারা কোথাও করবেন না। যদিও এ বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষ এর তরফ থেকে কোনো উত্তর উঠে আসেনি।