BAPPA BANERJEE রানীগঞ্জ :রানিগঞ্জ থানার উদ্যোগে ও “রানিগঞ্জ রেফারীজ অ্যাসোসিয়েশন”এর সহযোগিতায় আয়োজিত ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালে জিতল”বাঁশরা এসটিডিসি”। বৃহস্পতিবার রবিন সেন স্টেডিয়ামে তারা ১-০ গোলে হারাল “বাবুপুর এএসএসজি” কে। ২রা জুলাই ফাইনালে তারা মুখোমুখি হবে “রানিগঞ্জ ওয়াইএমসিএ” র। বিজয়ী দলের হয়ে একমাত্র গোলটি করেন শুকদেব হেমব্রাম। এদিনের শ্রেষ্ঠ খেলোয়াড় হন জয়ী দলের সোনা সোরেন। খেলা পরিচালনা করেন অমিত দাস, আনন্দ কোড়া,অমল সাঙ্গুই ও পিনাকি খান। এদিনের সেরা খেলোয়াড় সোনা সোরেনের হাতে পুরস্কার তুলে দেন রানীগঞ্জ থানার পুলিশ অফিসার শিশির ঘোষ ।
২রা জুলাই ফাইনালে তারা মুখোমুখি হবে “রানিগঞ্জ ওয়াইএমসিএ”
