BAPPA BANERJEE ASANSOL :এক ভয়ংকর দুর্ঘটনার ঘটনা ঘটল আসানসোলের 2 নম্বর জাতীয় সড়কে। ঘটনায় এক ই পরিবারের বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে বলে খবর। আশঙ্কা জনক অবস্থায় মা কে ভর্তি করা হয়েছে আসানসোল জেলা হাসপাতালে।
সূত্রের খবর.…পুরুলিয়া থেকে মোটরবাইকে বাবা , মেয়ে ও মা যাচ্ছিলেন দুর্গাপুরের দিকে। আসানসোলের জাতীয় সড়কের গোবিন্দ পুরে র কাছে হটাৎ ই মোটরবাইক এ পিছন থেকে কোনো বড় গাড়ি ধাক্কা মারে। তারপর ই মোটরবাইকের হ্যান্ডেলে ঝুলে থাকা বালতি তে মোটরবাইকের হ্যান্ডেল আটকে পড়ায় পরে যান তিনজন। তারপরেই ডাম্পার গাড়ি চাপা দিয়ে দেয় বলে সূত্রের খবর। জানা গেছে মৃত ব্যাক্তি পুরুলিয়ার নিতুরিয়া
হিজুলী গ্রামের বাসিন্দা নাম মৃত দীপক চ্যাটার্জী বয়স ৫৬ মৃত মেয়ে কোয়েল চ্যাটার্জী বয়স ২০ এবং তার স্ত্রী দোলা চ্যাটার্জী কে জেলা হাসপাতালে ভর্তি করা হয়. ঘটনাস্থলে পৌঁছায় আসানসোল উত্তর থানার পুলিশ। মৃতদেহ ময়না তদন্তের জন্য ও আহত কে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সূত্রের খবর পুলিশ একটি ট্যাংকার বাজেয়াপ্ত করেছে। তদন্ত শুরু করেছে পুলিশ।
আসানসোলের ২নো জাতীয় সড়কে দুর্ঘটনা…মৃত বাবা ও মেয়ে আহত স্ত্রী ASANSOL EXPRESS NEWS
