সালানপুর পুলিশের উদ্যোগে সম্প্রতি ও জনসংযোগ অনুষ্ঠান অনুষ্ঠিত হল বাঁশকেটিয়া আদিবাসী পাড়ায় ASANSOL EXPRESS NEWS

কাজল মিত্র :-আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের এবং সালানপুর থানার ব্যাবস্থাপনায় শনিবার সালানপুর ব্লকের বাঁশকেটিয়া আদিবাসী পাড়ায় অনুষ্ঠিত হয় পুলিশের সম্প্রতি এবং জনসংযোগ কর্মসূচি ।এই অনুষ্ঠানে মুখ্য রূপে উপস্থিত ছিলেন আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনার সুধীর কুমার নিলকান্তম ও আসানসোলের মেয়র তথা বিধায়ক বিধান উপাধ্যায়,ডি.সি.পি পশ্চিম অভিষেক মোদি,এ.সি.পি কুলটি সুকান্ত ব্যানার্জী সহ আরো বিশিষ্টগণ। প্রদীপ উজ্জ্বলনের মাধ্যমে এইদিন অনুষ্ঠানের শুভারম্ভ হয় এরপর সালানপুর ব্লকের তথাগত ট্রাস্ট নামক এক সংস্থা দ্বারা পরিচালিত শিক্ষাকেন্দ্রএর দুস্থ গরীব ছাত্রছাত্রীদের হাতে শিক্ষা সামগ্রিক ও স্কুলের পোশাক তুলে দেওয়া হয়।তাছাড়া এলাকার পুরোহিত,ইমাম ও মোডলদের বিশেষ রূপে সন্মান প্রদান করা হয় এবং যুবক যুবতীদের হাতে খেলা ধূলোর সামগ্রিক তুলে দেওয়া হয় পুলিশের তরফে।এদিন অনুষ্ঠানে এসে কমিশনার সুধীর কুমার নিলকান্তম জানান এলাকার মানুষের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তোলার জন্য পুলিশের তরফে এই উদ্যোগ নেওয়া হচ্ছে।এই অঞ্চলের গরীব ছাত্রছাত্রীরা পড়াশোনার জন্য পুলিশের তরফে কিছু সামগ্রিক তুলে দেওয়া হলো।এবং খেলাধূলো ক্ষেত্রে যুব সমাজকে এগিয়ে রাখতে খেলার সামগ্রিক তুলে দেওয়া হলো।তাছাড়া এলাকার পুরোহিত,ইমাম ও মোরলদের সম্মানিত করা হলো।
এই প্রসঙ্গে আসানসোলের মেয়র তথা বিধায়ক বিধান উপাধ্যায় এত সুন্দর অনুষ্ঠানের জন্য পুলিশকে ধন্যবাদ জানান ।তিনি বলেন ২০১১ সালের আগে মানুষ পুলিশের সামনে যেতে ভয় পেতো কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর পুলিশের সঙ্গে এলাকার মানুষের একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে।কোভিড কালে যেভাবে প্রতিটি মানুষের পাশে পুলিশ দাঁড়িয়েছে তা সবাই দেখেছে।বর্তমানে এলাকায় এখন অপরাধ কম হয়েছে।তিনি আরো বলেন সরকারের সঙ্গে থাকুন উন্নয়ন আরো হবে।
তাছাড়া এইদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত হাটি,কল্যানেশ্বরী ফাঁড়ির ইনচার্জ উজ্জল সাহা এবং রূপনারায়ানপুর ফাঁড়ির ইনচার্জ মনজিৎ ধারা।সহ বিভিন্ন পুলিশ আধিকারিকগণ। তাছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাদক্ষ মহম্মদ আরমান,পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী কর্মকার ঘাসি, সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র,সমাজসেবী ভোলা সিং,মনোজ তেওয়ারী,মবিন খান সহ আরো অনেকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!