কয়েক দশক ধরে যবুনা গ্রামে জলের সমস্যা দূর করলেন বিধায়ক খুশি এলাকাবাসী

কল্যাণ মন্ডল পান্ডেবেশ্বর: পান্ডবেশ্বর বিধানসভার যবুনা গ্রামে জল প্রকল্পের শুভ উদ্বোধন। জল প্রকল্পটির শুভ উদ্বোধন করেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন দুর্গাপুর পৌরনিগমের মেয়র অনিন্দিতা মুখার্জি ,দুর্গাপুর পুরনিগমের জল দপ্তরের এমআইসি দীপঙ্কর লাহা, সুজিত মুখার্জি সহ অন্যান্য বিশিষ্ট বর্গ। পান্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর-ফরিদপুর ব্লকের দীর্ঘ কয়েক দশক ধরে জল সমস্যায় জর্জরিত এলাকার মানুষ।বারংবার এলাকার জনপ্রতিনিধিদের জানিয়েও কোনো কাজ হয়নি তাই গত বিধানসভা ভোটের সময় তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা বর্তমান বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর কাছেই গ্রামবাসীরা অভিমানের শহীত অনুরোধ করেন ।সেই সময়েই বিধায়ক কথা দিয়েছিলেন ভোট পরবর্তী সময়েই এই গ্রামের জল সমস্যার দ্রুত সমাধান করবেন ।সেই কথামতো কথা দিয়ে কথা রাখলেন তিনি ।

যবুনা গ্রামের দীর্ঘ প্রতীক্ষার অবসান হল এই জল প্রকল্পের মাধ্যমে । স্বভাবতই খুশি এলাকাবাসীরা। এই প্রসঙ্গে বিধায়ক বলেন ,এই গ্রামের দীর্ঘদিনের সমস্যা ছিল জলকষ্ট ।ভোটের প্রচারে এসে এই গ্রামের মানুষ বলেছিলেন “জল নয় তো ভোট নয়। সেইমতো গ্রামবাসীদের কথা দিয়েছিলাম ভোটে জিতি বা হেরে যায় এই গ্রামের জল সমস্যার সমাধান করব । ডায়েরি গ্রামে দীর্ঘদিনের সমস্যা পূরণ হওয়ায় আমি ঋণমুক্ত হলাম। এই গ্রামের মানুষকে ধন্যবাদ জানাতে চাই আমার ওপর ভরসা রাখার জন্য ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!