সুপ্রভাত মন্ডল নামের বছর বাইশের যুবককে হত্যা করার অভিযোগ উঠল জয়দেব খাঁ সহ ৯জনের বিরুদ্ধে

BAPPA BANERJEE রানীগঞ্জ :সুপ্রভাত মন্ডল নামের বছর বাইশের যুবককে হত্যা করার অভিযোগ উঠল জয়দেব খাঁ নামের এক ব্যক্তির বিরুদ্ধে। তার ইটভাটায় কর্মরত ছিল ওই ব্যক্তি। জানা গেছে তার নিকট আত্মীয় ওই ব্যক্তি দীর্ঘ কয়েক মাস ধরে তার কাছে কাজ করছিল এ অবস্থায় শনিবার রাত্রে পুলিশ তার দেহ উদ্ধার করে। এদিন এই ঘটনায় জয়দেব খাঁ ওই ব্যক্তিকে হত্যা করেছে এই অভিযোগ করে রানীগঞ্জ থানায় বিক্ষোভ দেখায় মৃতার পরিজনেরা। তাদের দাবি কয়েক কোটি টাকা দেওয়া হয়েছিল তার ছেলের হাতে রাখতে, এমন দাবি করে দীর্ঘদিন তার উপর অত্যাচার চালানো হয়েছে দাবি করে তারা। আর বারংবার তাদেরকে হুমকি দেওয়া হয়েছে টাকা ফেরত দেওয়ার জন্য। এই দাবি করে তারা রানীগঞ্জ থানায় বিক্ষোভ দেখিয়ে জানায়, টাকা না দিতে পারার জন্য আমার ছেলেকে হত্যা করেছে তারা। এদিন তারা জয়দেব খাঁ গ্রেফতারের দাবিতে রানীগঞ্জ থানায় বিক্ষোভ দেখায়। পড়ে রানীগঞ্জ থানায় জয়দেব খাঁ এর বিরুদ্ধে অভিযোগ করেন।পুলিশ জানিয়েছে সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে তদন্তে যা উঠে আসবে সেরূপ ভাবেই ব্যবস্থা গ্রহণ করা হবে।যদিও এই ঘটনায় তিনজন কে আটক করেছে রানীগঞ্জ থানার পুলিশ। সুপ্রভাতের দেহ ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয় ।তদন্তে যা উঠে আসবে পুলিশ সেই ভাবেই তদন্ত করবে বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!