কুলটি :বরাকরের 69 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলার সুশান্ত মন্ডল আজ রবিবারে তৃণমূলে যোগদান করলেন।কিন্তু কুলটি বরাকরের স্থানীয় নেতৃত্বরা কেউ জানে না।রবিবার কুলটির বরাকরের বেগুনিয়া তৃণমূল কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে একথা জানান তৃণমূল নেতা সুব্রত ভাদুড়ী।এই প্রসঙ্গে কুলটির তৃণমূল নেতা তথা আসানসোল পৌরনিগমের 69 নম্বর ওয়ার্ডের তৃণমূলের ওয়ার্ড সভাপতি সুবোধ ভাদুড়ী বলেন এই ওয়ার্ডের বিজেপি কাউন্সিলার তৃণমূলে যোগদান করছেন অথচ তাদের কাছে কোনো খবর নেয়।কেন তাদের না জানিয়ে যোগদান করানো হল সেই নিয়ে প্রশ্ন উঠছে তৃণমূল নেতৃত্বরা।এমনকি এই নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেছেন।
BJP কাউন্সিলার TMCতে যোগদান করলো কিন্তু বরাকরের তৃণমূলের নেতারা জানেন না, বরাকরে সাংবাদিক সম্মেলনে বললেন TMC নেতা
