BAPPA BANERJEE আসানসোল :মুখ্যমন্ত্রী সফরের দু দিন আগেই সদলবলে বিজেপি ছেড়ে তৃনমূলে যোগদান করলেন এক কাউন্সিলর । আসানসোল পুরসভার 69 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত মন্ডল আজ আসানসোল তৃনমূল ভবনে মন্ত্রী মলয় ঘটকের হাত ধরে তৃনমূলে যোগদান করেন । তার দাবী – ওয়ার্ডের উন্নয়নের স্বার্থেই তার এই সিদ্ধান্ত । মন্ত্রী মলয় ঘটক জানান- মমতা ব্যানার্জি র উন্নয়ন মূলক কাজের বাইরে কেউ থাকতে চাইছেন না । সবাই উন্নয়নের সাথে থাকতে চান । তাই এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন সকলে । যদিও বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি জানান – বিজেপির সাতজন কাউন্সিলর কে ভয় পেয়েছে তৃনমূল । তাই বিজেপির জেতা কয়েকটি ওয়ার্ডে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে । কাউন্সিলর সুশান্ত মন্ডল অনুভব করেছিলো ওর ওয়ার্ডে কাজ হবে না , তাই লোভ সামলাতে না পেরেই চলে গেছে । তার বিরুদ্ধে দলত্যাগবিরোধী আইন লাগুক করার জন্য চিঠি পাঠানো হবে ।
বিজেপি ছেড়ে তৃনমূলে যোগদান করলেন বিজেপি 69 কাউন্সিলর সুশান্ত মন্ডল
