BAPPA BANERJEE রানীগঞ্জ :বিগত দুবছর করোনার মহামারীর কারণে অমরনাথ যাত্রা স্থগিত থাকলেও এবার ফের আরও একবার খনি শহর রানীগঞ্জের ধর্মপ্রাণ মানুষেরা অমরনাথ যাত্রা শামিল হলেন। এবার প্রায় ৩০০ জন যাত্রী অমরনাথ যাত্রা করবে বলে জানা গেছে। যার মধ্যে প্রথম পর্যায়ে রানীগঞ্জের শিশু বাগান এলাকা থেকে অমরনাথ যাত্রার উদ্দেশ্যে রওনা দিল ২৮ জন সদস্য, যার মধ্যে সাত জন মহিলাও রয়েছে। এদিন তারা আসানসোল স্টেশন থেকে হামসাফার এক্সপ্রেস ধরে জম্মুর উদ্দেশ্যে রওনা দিল, ৩০ তারিখ তারা কাটরা পৌঁছে পহেলগাঁও হয়ে চন্দনওড়ারি, শেষ নাগ পার করে, পায়ে হেঁটে অমরনাথ পৌঁছাবে। পরে বাল টাল হয়ে বৈষ্ণ দেবি দর্শন করে হরিদুয়ার পৌঁছবেন তারা। সোমবারেই দর্শনার্থীদের দলকে শুভেচ্ছা জানাতে হাজির হলেন মেয়র পরিষদ দিব্যেন্দু ভগৎ।
রানীগঞ্জ প্রায় ৩০০ জন যাত্রী অমরনাথ যাত্রা প্রথম পর্যায়ে ২৮ জন রওনা দিলেন দর্শনার্থীদের দলকে শুভেচ্ছা জানালেন মেয়র পরিষদ দিব্যেন্দু ভগৎ
