BAPPA BANERJEE রানীগঞ্জ :রানীগঞ্জের রেলস্টেশন, চীনকুঠি হাট তলা, সংলগ্ন এলাকায় বিক্ষোভ দেখানোর পর এবার রানীগঞ্জের বোরো দপ্তরে বিক্ষোভে সামিল হলো বাম শ্রমিক সংগঠন সিটুর কর্মী সমর্থকেরা। সংগঠনের নেতৃস্থানীয়রা জানান রানিগঞ্জের বন্ধ বার্ণস কোম্পানির ৫৪০ একর জমি রেল অধিগ্রহণ করার পর চীনকুঠি মোড়ের সবজি বাজার উচ্ছেদ করার নোটিশ এর বিরুদ্ধে আসানসোল নগর নিগমকে বাজার চালু রাখার জন্য প্রয়োজনীয় ভূমিকা পালনের করে সি আই টি ইউ রানীগঞ্জ কো-অর্ডিনেশন কমিটি সদস্যরা সোমবার প্রতিবাদে সরব হয়। সোমবার আসানসোল নগর নিগমের রানীগঞ্জের বোরো কার্যালয়ে এ বিষয়ে ডেপুটেশন দেয় সি আই টি ইউ কর্মীরা। এদিন সিআইটিইউ দাবি করে বার্ণসের জমিতে নতুন বাজারের পরিকাঠামো উন্নয়ন এর জন্য প্রতিদিন সবজি ব্যবসায়ীদের থেকে কর আদায় করা হয়। স্বাভাবিকভাবেই সবজি ব্যবসায়ীদের অধিকার রক্ষা করা নগর নিগমের দায়িত্বের মধ্যে পড়ে। অথচ নগর নিগম নীরব রয়েছে। এর ফলে আসানসোল নগর নিগমের প্রতি মানুষের ক্ষোভ বাড়ছে বলে নেতৃবৃন্দ দাবি করে। এদিন নগর নিগমের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দাবি পত্র গ্রহণ করে। এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে বিশেষভাবে উপস্থিত থাকতে দেখা যায় রানীগঞ্জের প্রাক্তন বিধায়ক তথা সিটু নেতা রুনু দত্ত, সুপ্রিয় রায়, উমাপদ গোপ, দিব্যেন্দু মুখার্জী, ওয়ার্ড কাউন্সিলর নারায়ণ বাউরী, হেমন্ত প্রভাকর, কৃষ্ণা দাস গুপ্ত প্রমূখ। যদিও এদিন বামেদের এই বিক্ষোভকে কটাক্ষের সুরে বেঁধেন তৃণমূল নেতা তথা আসানসোল কর্পোরেশনের মেয়র পরিষদ দিব্যেন্দু ভগৎ।
চীনকুঠি মোড়ের সবজি বাজার চালু রাখার জন্যে রানীগঞ্জের বোরো দপ্তরে বিক্ষোভ সিটুর
