BAPPA BANERJEE :রানীগঞ্জ :বিশ্ব জুড়ে যে গ্যাসের কদর সেই সেল গ্যাস বিপুল পরিমানে রানিগঞ্জে পাওয়া গেছে। সেই জন্যে রানীগঞ্জ বাসীকে অভিনন্দন জানাই। এত বড় সেল গ্যাসের ভান্ডার পৃথিবীর খুব কম দেশে আছে। সংবাদ মাধ্যম কে জানান এটার উপর গবেষণা করে কাজ করুন । সারা পৃথিবীকে জানান এটা সারা পৃথিবীর মধ্যে অন্যতম প্রধান গ্যাস ভান্ডার পাওয়া গেছে । এবং ২২ সে জুন সেল গ্যাস উত্তলনের ব্যাপারে গ্রেট ইর্স্টান এনার্জি কর্পারেশন লিমিটেডের সাথে রাজ্য সরকারের সঙ্গে একটি চুক্তি সাক্ষর হয়েছে।বেঙ্গল গ্লোবাল বিসনেস সাবমিট এর সময় কথাবার্তা হয়েছিল। বাংলায় এটি প্রথম বাণিজ্যিক সেল গ্যাস অনুসন্ধান প্রকল্পের রানীগঞ্জ অঞ্চলে ১৫হাজার কোটি টাকার বিনিয়োগ আসছে এবং কয়েক হাজার চাকরি হবে বলে জানান রাজ্যের মুখ্য মন্ত্রী মমতা ব্যানার্জী। খুব শীঘ্রই হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে। পাশাপাশি তিনি বলেন, বীরভূমের দেউচা পাচমীতেও লক্ষাধিক লোকের কর্মসংস্থান হবে। রাজ্য সরকার ৩০ হাজার যুবককে কর্মসংস্থান দেবে।
রানীগঞ্জ অঞ্চলে সেল গ্যাসের ভান্ডার পাওয়া গেছে ১৫হাজার কোটি টাকার বিনিয়োগ কয়েক হাজার চাকরি
