BAPPA BANERJEE রানীগঞ্জ:রানীগঞ্জের সবথেকে বড় ও জটিল সমস্যা যানজট সমস্যা এই তা নিয়ে এবার রানীগঞ্জের বনিক সংগঠন চেম্বার অফ কমার্স দুর্গাপুরে প্রশাসনিক বৈঠকে সরব হল। চেম্বার অফ কমার্সের সভাপতি অরুণ ভারতীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে রানীগঞ্জ চেম্বার অফ কমার্স এর প্রতিনিধি হয়ে যানজট সমস্যার কথা জানান দিয়ে বলেন রানীগঞ্জের পি ডাবলু ডি র. একটি ব্যবহৃত জমি রয়েছে যা যানজট মোকাবেলার জন্য ব্যবহারের ক্ষেত্রে গাড়ি রাখার কাজে ব্যবহার করা হলে রানীগঞ্জের যানজট সমস্যা অনেকটা কমবে এই প্রস্তাব শুনে তিনি মন্ত্রি মলয় ঘটক ও সৌমিত্র মোহন মহাশয় কে এই বিষয়ে তৎক্ষণাৎ নির্দেশ দেন এই জমিটি কে যাতে পার্কিংয়ের কাজে ব্যবহার করা যায় তার জন্য চেম্বার অব কমার্স দায়িত্ব দেওয়ার জন্য। দিনের দিন জানিয়ে দেন জমিটি গাড়ি পার্কিংয়ের জন্য রাখার ব্যবস্থা করে দিলেও এটির রক্ষণাবেক্ষণ বা নির্মাণ চেম্বারকে করতে হবে যা শুনে রানীগঞ্জ বাসী খুশি সকলে।
রানীগঞ্জ শহর কে যানজট মুক্ত করতে একটি পার্কিং এর ব্যবস্থা বণিক সংগঠন মুখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রস্তাব রাখেন সেই প্রস্তাব তৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার কথা বলেন
