কল্যাণ মন্ডল :পান্ডবেশ্বর বিধানসভার তৃণমূল কংগ্রেস নেতৃত্বের সাথে সৌজন্য সাক্ষাৎ সাংসদ শত্রুঘ্ন সিনহার।এবং প্রত্যেক নেতৃত্বের হাতে সাংসদ শত্রুঘ্ন সিনহা তুলে দিলেন নিজের লেখা বই “খামোশ ” ।ভোট পরবর্তী সময়ে নেতৃত্বকে অভিনন্দন জানাতেই এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এই বিশেষ সভাটি অনুষ্ঠিত হয় বাঁকোলা কলরব কমিউনিটি হলে।অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসানসোলের নবনিযুক্ত সাংসদ শত্রুঘ্ন সিনহা ,পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ,পাণ্ডবেশ্বর ব্লক সভাপতি কিরীটী মুখার্জি,দুর্গাপুর ফরিদপুর ব্লক সভাপতি সুজিত মুখার্জি সহ বিধানসভার সকল নেতৃত্বগণ ।অনুষ্ঠানের প্রথম পর্বে প্রত্যেক নেতৃত্বের সাথে পরিচয় পর্ব সম্পন্ন হয়।অতঃপর পাণ্ডবেশ্বর এলাকার বেশ কয়েকটি পাঠাগারকে সাংসদ শত্রুঘ্ন সিনহা “খামোশ” বইটি উপহার স্বরূপ তুলে দেন।এবং এই সভা থেকেই আগামী চব্বিশে নতুন ভারত গড়ার ডাক দেন সাংসদ শত্রুঘ্ন সিনহা ।এই প্রসঙ্গে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন,পান্ডবেশ্বর বিধানসভার প্রত্যেকটি মানুষ শত্রুঘ্ন সিনহাকে ঘরের মানুষ করে তুলেছেন ।এবং ভোট পূর্ববর্তী সময়ে অনেকেই বলেছিলেন যে ভোট মিটে গেলে শত্রুঘ্ন সিনহাকে দেখতে পাওয়া যাবে না।এটা তিনি ভুল প্রমাণিত করেছেন এবং প্রত্যেকটা সময়ে পাণ্ডবেশ্বরের মানুষের পাশে থাকছেন।এবং আগামী দিনেও থাকবেন ।সাংসদ শত্রুঘ্ন সিনহা বলেন , পাণ্ডবেশ্বরের মানুষ আমাকে কাজ করার সুযোগ করে দিয়েছেন।আসানসোলসহ পাণ্ডবেশ্বরের মানুষের জন্য আমি বিশেষভাবে কাজ করতে চাই।আজকের এই তৃণমূল কংগ্রেস কর্মীদের সংবর্ধনা আমাকে আপ্লুত করে তুলেছে ।
পান্ডবেশ্বর বিধানসভার সৌজন্য সাক্ষাতে সাংসদ শত্রুঘ্ন সিনহা তুলে দিলেন নিজের লেখা বই “খামোশ ” ASANSOL EXPRESS NEWS
