হটাৎ পরিদর্শনে পঞ্চায়েত সমিতির সভাপতি দেরিতে স্কুলে আসায় শোকজ প্রাইমারি প্রধান শিক্ষক কে

BAPPA BANERJEE রানীগঞ্জ :রানীগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রানিগঞ্জ পঞ্চায়েত এলাকার অঙ্গনওয়াড়ি ও প্রাইমারি স্কুল গুলিতে পরিদর্শনে যান। রতিবাটি ডামরা, চেলোদ ,কুমারডিহা অঞ্চল গুলিতে। সেখানে অঙ্গন বাড়ির বাচ্চাদের ও গর্ভবতী মহিলাদের ঠিকমতো খাবার দিচ্ছে কিনা খাবারের গুণগত মান ঠিক আছে কিনা সেগুলি দেখেন রানীগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি বিনোদ নুনিয়া। তিনি জানান বাচ্চাদের খাবারে কোনরকম ত্রুটি না থাকে তারা খাবার সঠিক পাচ্ছে কিনা তার গুণগত মান ঠিক আছে কিনা সেগুলো দেখতেই পরিদর্শনে এসেছি এবং কিছু কিছু জায়গায় ত্রুটি দেখতে পেয়েছি তাদেরকে সাবধান করিলাম এই ধরনের কাজ দ্বিতীয়বার না হয়। এছাড়াও পঞ্চায়েত এলাকায় যে সমস্ত প্রাইমারি স্কুলগুলি আছে সেখানে শিক্ষক শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী ঠিকমতো স্কুলে আসছে কিনা সে খানে পঠন পাঠন ঠিক হচ্ছে কি না ,এই করোনা সময়ে তারা মাক্স পড়ে আসছে কিনা এবং মিড ডে মিলের খাবার ছাত্রছাত্রীরা ঠিকমতো পাচ্ছে কিনা এছাড়াও মিড ডে মিলের খাবার গুণগত মান কেমন সেগুলো দেখতেই এই পরিদর্শন।

পরিদর্শনের কুমারডিহা ফ্রী প্রাইমারি স্কুলে গেলেই সেখানে দেখতে পাওয়া যায় সেখানকার হেডমাস্টার নিরোব মন্ডল সঠিক সময়ে না আসায় রানীগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি বিনোদ নুনিয়া ও রানীগঞ্জ সার্কেলের এস আই তাকে শোকজ করেন। তাদের বক্তব্য সঠিক সময়ে শিক্ষক-শিক্ষিকাদের আসতে হবে। ঠিকভাবে ছাত্র ছাত্রী দেড় পঠন পাঠানে কোনরকম গাফেলতি না হয় এবং ছাত্র-ছাত্রীরা যাতে মিড ডে মিলের গুণগত মানের খাবার পাচ্ছে কি না। প্রত্যেক ছাত্র-ছাত্রীদের ম্যাক্স ব্যবহার করছে কি না।সেগুলি দেখবে স্থানীয় যে সমস্ত উচ্চ ও প্রাইমারি স্কুলের হেডমাস্টার ,টিআইসি ও শিক্ষক-শিক্ষিকারা আছে। এই ধরনের পরিদর্শন যেকোনো সময় করে থাকব।এগুলির মধ্যে কোন ধরনের ত্রুটি দেখতে পাওয়া যায় তাহলে অবিলম্বে তার ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!