BAPPA BANERJEE রানীগঞ্জ :রানিগঞ্জের বেসরকারি হাসপাতালের RNP চিকিৎসকের পার্থ সিনহা বিরুদ্ধে যৌন শোষণের অভিযোগ আনলেন এক বিবাহিতা মহিলা বৃহস্পতিবার, ওই মহিলা রানিগঞ্জ বেসরকারি হাসপাতালের ডাক্তার বিবাহিত হওয়ার পর ওই মহিলা কে বিয়ে করে বলেই অভিযোগ উঠেছে। তার দাবি মিথ্যা কথা বলে তাকে দীর্ঘদিন ধরেই যৌন শোষণ করে যাচ্ছে ওই ডাক্তার। তাকে বিয়ে করার নাটকও করে তাকে শোষণ করতে থাকে বলে অভিযোগ। এ বিষয়ে অন্ডাল থানায় অভিযোগ দায়ের করেছেন ওই তরুণী। তার দাবি ওই চিকিৎসক এর সাথেই তিনি জীবন যাপন করতে চান কিন্তু তারপরও তার স্ত্রী তাকে শাসিয়ে বেড়াচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় হাসপাতাল চত্বরে। জানা গেছে এই মহিলা এর আগে একজনের সাথে বিবাহ হয়েছে তার এক কন্যা আছে।তার পর এই চিকিৎসকের সঙ্গে বন্ধুত্ব হয় তার ভালোবাসা পড়ে মন্দিরে গিয়ে তাদের বিবাহ হয়ছে বলে অভিযোগ এই মহিলার।তিন বছর সে ঘর জামাই হিসাবে থাকতো বলে অভিযোগ দ্বিতীয় পক্ষের স্ত্রীর।এই দু দিন ধরে তার ফোন ধরছে না এবং তার সঙ্গে কোন যোগাযোগ না রাখায় রানীগঞ্জ এসে পৌঁছায় মহিলা। । ওই অভিযুক্ত চিকিৎসকের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোন খোঁজ খবর পাওয়া যায়নি।
বিবাহিতা মহিলার অভিযোগ তার তথাকথিত চিকিৎসক স্বামী পলাতক।চাঞ্চল্য রানীগঞ্জ বেসরকারি হাসপাতাল
