সারা দেশে ও রাজ্যের সঙ্গে রানীগঞ্জেও ঐতিহ্যবাহী পেতলের রথ সমহিমায় রথযাত্রা উৎসব শুরু হল ASANSOL EXPRESS NEWS

 

BAPPA BANERJEE রানীগঞ্জ :রানীগঞ্জের ঐতিহ্যবাহী পেতলের রথ দীর্ঘ দু বছর নমঃ নমঃ করে পার হলেও এবছর সমহিমায় রথযাত্রা উৎসব শুরু হল। পিতলের রথ এবার ৯৮ বছরে পড়ল। প্রাচীনকালের জমিদার বাড়ির এই রথ প্রসঙ্গে জানা যায় ১৯২৫ সালের আগে পর্যন্ত পুরীর জগন্নাথের রথের আদলে কাঠের রথ নতুন রাজবাড়ি থেকে পুরনো রাজবাড়ী পর্যন্ত নিয়ে যাওয়া হতো। পরে সেই রথ উৎসব শেষে রাজ পরিবারের হল ঘরে রাখা হতো রথ কে। সেই রথেই কোন কারনে আগুন লাগায় পুড়ে ছাই হয়ে যায় কাঠের রথ। তারপর সিয়ারশোল রাজ পরিবারে সদস্য প্রমথ নাথ মালিয়া কলকাতার চিৎপুরের প্রসাদ চন্দ্র দাস কে দিয়ে পিতলের রথ তৈরি করান। রথের চারিপাশে ই রামায়ণ-মহাভারতের বিভিন্ন দেবদেবীর লীলার বিষয় তথা কৃষ্ণ লীলার নানান কাহিনী মূর্তির আদলে তুলে ধরে তা রথের স্থাপন করা হয়। তবে এই রথে জগন্নাথ বলরাম সুভদ্রার সাথেই চূড়ায় অধিষ্ঠিত হন কুলো দেবতা দামোদর চন্দ্র জিউ। আগে এই রথ পুরনো রাজবাড়ি থেকে নতুন রাজবাড়ী নিয়ে আসা হলেও বিগত কয়েক বছর ধরে রথটির নতুন রাজবাড়ী থেকে পুরনো রাজবাড়ীতে নিয়ে আসার চল শুরু হয়। মূলত মূল্যবান মূর্তি চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা নজরে রেখে ও রক্ষণাবেক্ষণের জন্য বছর ভর রাজবাড়ির সামনেই কড়া নজরদারির মধ্যে রাখা হয় রথ কে। পুরীর জগন্নাথ দেবের রথযাত্রার সময় কালেই এই রথযাত্রার আয়োজন করা হয়, যাকে ঘিরে বসে বিশাল মেলা। সুপ্রাচীন এই রথযাত্রায় গ্রামীণদের চাহিদার কথা মাথায় রেখে আধুনিক সব দোকান দানির সাথেই কৃষি সহায়ক নানান সামগ্রীয় বিক্রির দোকান দেখা যায়। জানা গেছে এই মেলা ১৫দিন ধরে চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!