মালদা টাউন এক্সপ্রেস ট্রেন থেকে পরে এক যুবকের মৃত্যু ASANSOL EXPRESS NEWS

BAPPA BNERJEE রানীগঞ্জ :শুক্রবার রানীগঞ্জের রেলস্টেশন সংলগ্ন ইস্ট কেবিনের সামনে ডাউন মেন লাইনে, মালদা টাউন এক্সপ্রেস ট্রেন এর দরজায় দাঁড়িয়ে থাকা এক যুবকের ট্রেন থেকে পড়ে মৃত্যু হল। ঘটনাটি ঘটে এ দিন দশটা নাগাদ, এক মহিলা বিষয়টি লক্ষ্য করে ওই যুবকের সঙ্গে থাকা অন্য সদস্যদের বিষয়টি জানালে তারাই ট্রেনের চেন টেনে গাড়ি দাঁড় করায়। জানা গেছে ওই যুবক মালদা জেলার, ইংলিশ বাজার থানার, মিল্কি বাজার এলাকার বছর ২২ এর শেখ রাহুল, রাজস্থানের একটি বেসরকারি কারখানায় কাজ করে ছুটিতে আটজন সঙ্গীর সঙ্গে বাড়ি ফিরছিলেন, এরই মাঝেই ঘটে এই ঘটনা, এই ঘটনার খবর পাওয়ার পরই রেল পুলিশ ও আরপিএফ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!