BAPPA BANERJEE রানীগঞ্জ :টানটান উত্তেজনার মধ্যে দিয়েই শনিবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের পক্ষ থেকে রানিগঞ্জ থানার দ্বারা Aআয়োজিত ২০২২ চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের খেলা রানীগঞ্জের রবিন সেন স্টেডিয়ামে সম্পন্ন হল। যেখানে এ দিন হাড্ডাহাড্ডি খেলায় মুখোমুখি হয় বাঁশড়া এসটিডি ক্লাবের সাথেই রানীগঞ্জের সাহেবগঞ্জ ওয়াইএমসিএ দল। খেলার প্রথমার্ধে আই এম সি এ ১৫ মিনিটের মাথায় এক গোল দেয়, জবাবে দ্বিতীয়ারদের বাঁশড়া এসটিডি ক্লাব দুই গোল দিয়ে জয়ী হয়। এ দিনের খেলায় এসটিডি ক্লাবের রাম সোরেন ম্যান অফ দ্যা ম্যাচ হন। চূড়ান্ত পর্যায়ের এই খেলায় বিশেষভাবে উপস্থিত হয়ে জয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের পুরস্কৃত করেন ডিসিপি আইপিএস ডাক্তার কুলদীপ সুরেশ, এসিপি সেন্টার টু তথাগত পান্ডে, ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী প্রমূখ।
এডিসিপি পক্ষ থেকে রানিগঞ্জ থানার দ্বারা আয়োজিত ২০২২ চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের জয়ী বাঁশড়া এসটিডি ক্লাব
