BAPPA BANERJEE রানীগঞ্জ: হঠাৎ করেই যাত্রা দলের বুকিং অফিস পরিদর্শনে এলেন মন্ত্রি স্বপন দেবনাথ। দীর্ঘ একটা সময় ধরে গ্রামগঞ্জের ও শহর অঞ্চলের বিনোদনের শ্রেষ্ঠ উপায় যাত্রাপালা তা করোনার কারণে ব্যাপকভাবে প্রভাবিত হয়েছিল, সেই যাত্রাপালা দলকে যাতে চাঙ্গা করা যায় ও যাত্রা শিল্পকে যাতে আরো বেশি উজ্জীবিত করা যায় সে বিষয়কে মাথায় রেখে এবার দক্ষিণবঙ্গের যাত্রা বুকিং করা একমাত্র স্থান রানীসায়ের মোড় এলাকায় তিনটি যাত্রা বুকিং এর অফিস পরিদর্শন করলেন তিনি। কোন কোন বিষয়ে আরো ব্যবস্থা গ্রহণ প্রয়োজন ও আগামীতে কিভাবে যাত্রার বুকিং বাড়ানো যায়, তা নিয়ে ও তিনি কথা বলেন। তার দাবি বুকিং সেন্টারের শাখা বাড়ালে যাত্রা শিল্পের আয় উন্নতি ঘটবে।
এছাড়াও রানীসায়ের এলাকার যাত্রা কমিটির দাবি করেন এখানে এক্সপ্রেস ও সুপারফাস্ট বড় বাসগুলি যদি স্টপেজ করা হয় তাহলে যাত্রার বায়না আরো বাড়বে বলে জানান। মন্ত্রী সে কথা শুনে তাদেরকে আশ্বাস দেন যাত্রা কমিটির সভাপতি অরূপ বিশ্বাস ও পরিবহন মন্ত্রী হিরা থাকিম এবং আড্ডা চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় কে এই বিষয়ে চিঠি করব মন্ত্রী হিসাবে নয় একজন যাত্রা কমিটির পক্ষ থেকে।