সুরজিৎ বাউড়ি রানীগঞ্জ :বদলি ঠিকা শ্রমিকদের স্থায়ীকরণ সহ শ্রমিকদের প্রাপ্য বকেয়া এরিয়ার টাকা মিটিয়ে দেওয়া ও স্থানীয় বেকার যুবদের কাজের দাবিতে সোচ্চার হল সিআইটি ইউ অনুমোদিত বেঙ্গল পেপারমিল মজদুর ইউনিয়ন এবং ডিওয়াইএফআই। সোমবার পেপারমিল শ্রমিক ও যুব সংগঠনের কর্মীরা যৌথভাবে কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখায়। বিক্ষোভসভায় বক্তব্য রাখেন শ্রমিক নেতা হেমন্ত প্রভাকর, প্রাক্তন বিধায়ক রুনু দত্ত, সন্তোষ বাউরী ও যুবনেতা গণেশ বাউরী। নেতৃবৃন্দ অভিযোগ করেন, জিরো ব্যালান্সের শ্রমিকদের দিয়ে সমস্ত ঝুঁকিপূর্ণ কাজ করনো হচ্ছে। তাদের কাজের নিশ্চয়তা নেই। নিরাপত্তা নেই। সমস্ত শ্রমিকদের ইএসআই, পিএফ চালু করার দাবি ওঠে। দ্রুত সমস্ত শূন্যপদ পুরণের সাথে স্থানীয় বেকারদের কাজের সুযোগ দেওয়ার দাবি তোলেন যুবরা।
এদিন বিক্ষোভসভার নেতৃবৃন্দ শেষে মিল কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন দেয়।
কয়েক দফা দাবি নিয়ে পেপার মিলে বিক্ষোভ বেঙ্গল পেপারমিল মজদুর ইউনিয়ন এবং ডিওয়াইএফআই
