BAPPA BANERJEE জামুড়িয়া :গোপন সূত্রে খবর পেয়ে জামুরিয়া থানার পুলিশ অতর্কিত অভিযান চালিয়ে এক কয়লা ব্যবসায়ীর বাড়িতে তল্লাশির করে ওই ব্যক্তির গ্যারেজ থেকে উদ্ধার হল প্রায় ২ কোটি ৪৫ লক্ষ টাকা। পুলিশ সূত্রে জানা যায় গতকাল সুমিত মন্ডল ওরফে জয়ন্ত মন্ডল জামুড়িয়া থানার কেন্দাফাড়ি র অন্তর্গত কুনুস্তোরিয়া কোলিয়ারির বাড়িতে সে রয়েছে, এরপরই তল্লাশি চালায় জামুড়িয়া থানার পুলিশ। বাড়ির গ্যারেজ ঘরে থাকা টাটা হারিয়ার (যার নাম্বার WB 38 AX 9897) গাড়ি র ভেতর থেকেই চারটি ব্যাগে ভর্তি থাকা টাকা উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে খবর উদ্ধার হওয়া টাকার পরিমান প্রায় ২ কোটি ৪৫ লক্ষ টাকা।
নাম জানাতে অনিচ্ছুক এক উচ্চপদস্থ পুলিশ অধিকারী জানান গতকাল গভীর রাত পর্যন্ত তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অর্থ উদ্ধার হয়েছে। এত বিশাল পরিমাণে টাকা কিভাবে এলো ওই ব্যবসায়ীর কাছে তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
জামুরিয়া থানার পুলিশ অতর্কিত অভিযান চালিয়ে এক কয়লা ব্যবসায়ীর বাড়িতে উদ্ধার হল প্রায় ২ কোটি ৪৫ লক্ষ টাকা
