BAPPA BANERJEE রানীগঞ্জ :২০২২ সালের ২৬ ও ২৭শে জুন উত্তরপ্রদেশের গাজিয়াবাদে অনুষ্ঠিত হয় বিশ্ব যোগা চ্যাম্পিয়নশিপ। সেই যোগা প্রতিযোগিতায় 40 ঊর্ধ্ব বিভাগের মহিলা সদস্য পম্পা পাল যিনি রানীগঞ্জের হিলবস্তীতে অবস্থিত যোগাসন স্পোর্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অংশ নেন ওই যোগা প্রতিযোগিতায়। পরে সেখানে তিনি প্রথম হয়ে স্বর্ণপদক লাভ করেন। এই বিষয়ের প্রেক্ষিতেই এবার ওই বিশ্বস্তরে খ্যাতি লাভ করা যোগাসন প্রতিযোগীকে সম্বর্ধিত করল ক্লাব সদস্য ও বিশিষ্ট জনেরা। এ বিষয়ে পম্পা পাল জানান আমি আজ স্বর্ণপদক লাভ করেছি তার কৃতিত্ব আমাদের মাস্টার যোগ প্রশিক্ষণ (উদয় ধীবর) মহাশয়ের .এ বিষয়ে যোগ প্রশিক্ষক উদয় ধীবর জানান দীর্ঘ অধ্যাবসায়ের ফল পেয়েছে পম্পা।এছাড়াও উপস্থিত ছিলেন বিশেষ অথিতি নির্মাল্য সেন গুপ্ত তিনি জানান দীর্ঘ অধ্যাবসায়ের সুফল পেয়েছেন পম্পা পাল এবং রানিগঞ্জের মুখ উজ্জ্বল করেছে সেই জন্যে তাকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানায় ।তার সাফল্য দেখে আগামী প্রজন্ম যাতে উৎসাহিত হয় সেই বিষয়ে সকলকে অবগত করেন।