পাওয়ার গ্রিডের সিএসআর ফান্ড থেকে পিঠাকেয়ারী স্বাস্থ্যকেন্দ্রের উন্নয়নমূলক কাজের জন্য বরাদ্দ করা হলে প্রায় ৫১ লক্ষ টাকা ASANSOL EXPRESS NEWS

সালানপুর:-পিঠাকেয়ারী স্বাস্থ্যকেন্দ্রের উন্নয়নমূলক কাজের জন্য পাওয়ার গ্রিডের সিএসআর ফান্ড থেকে প্রায় ৫১ লক্ষ ১৭ হাজার টাকা বরাদ্দ করার সিদ্ধান্ত নেওয়া হলো।এই অর্থ দিয়ে স্বাস্থ্যকেন্দ্রের বাউন্ডারি ওয়াল সহ স্বাস্থ্য ব্যবহারিতো যন্ত্রপাতি,উচ্চমানের বেড ও ওয়াটার ফিল্টার,এসি সহ বিভিন্ন কাজে লাগানো হবে।তারই আজ মৌ চুক্তি করা হয় সালানপুর পঞ্চায়েত সমিতির দপ্তরে।যেখানে চুক্তি বৈঠকে উপস্থিত ছিলেন সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী কর্মকার ঘাসি,সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র,বিডিও রাজেশ কুমার,জয়েন্টে বিডিও শ্রেয়া নাগ,সমিতির স্বাস্থ্য কর্মাদক্ষ উৎপল কর, জুনিয়ার ইঞ্জিনিয়ার ঋত্বিক ব্যানার্জি, দূর্গাপুর সিনিয়ার জেনারেল ম্যানেজার মধুসূদন দত্ত সহ মাইথন পাওয়ার গ্রিড ইনচার্জ অঞ্জনি কুমার(ডি.জি.এম)।
এই প্রসঙ্গে পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী কর্মকার ঘাসি বলেন পাওয়ার গ্রিডের সহযোগিতায় পিঠাকেয়ারী স্বাস্থ্যকেন্দ্রের উন্নয়নের জন্য ৫১লক্ষ টাকা বরাদ্দ করা হচ্ছে।২০১৯ সাল থেকে এই পরিকল্পনা করা হয়েছিল কিন্তু করোনা কালের জন্য তা করা সম্ভব হয়নি।আজ মৌ চুক্তি করা হলো।খুব দ্রুত এর কাজ শুরু হবে।
এই প্রসঙ্গে দূর্গাপুর সিনিয়ার জেনারেল ম্যানেজার মধুসূদন দত্ত বলেন পাওয়ার গ্রিড সব সময় এলাকার উন্নয়ন মূকুল কাজের জন্য এগিয়ে থাকে।তাই পাওয়ার গ্রিডের তরফে উদ্যোগ নেওয়া হয়েছে ব্লকের পিঠাকেয়ারী স্বাস্থ্যকেন্দ্রের জন্য ৫১লক্ষ ১৭হাজার টাকা খরচ করে উন্নয়ন করা হবে।তারই আজ মৌ চুক্তি করা হলো সালানপুর পঞ্চায়েত সমিতির দপ্তরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!