স্বাস্থ্য সাথী কার্ডে নিয়ে সাধারণ মানুষ যাতে কোনো অসুবিধায় না পড়েন তার জন্যে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের বৈঠক ASANSOL EXPRESS NEWS

 

BAPPA BANERJEE আসানসোল :মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য সাথী কার্ডে নিয়ে সাধারণ মানুষ যাতে কোনো অসুবিধায় না পড়েন।তাই সেই নির্দেশ মতো বুধবার আসানসোলের রবীন্দ্রভবনে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে এক বৈঠক অনুষ্ঠিত হল।এদিনের বৈঠকে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তাপস ব্যানার্জি, পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস অরুণ প্রসাদ, পশ্চিম বর্ধমান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক শেখ মহম্মদ ইউনুস,পান্ডেবশ্বরের বিধায়ক নরেন চক্রবর্তী, পশ্চিম বর্ধমানের অতিরিক্ত জেলাশাসক অভিজিৎ তুকারাম সেভালে সহ পশ্চিম বর্ধমান জেলার বেসরকারি হাসপাতাল কতৃপক্ষরা উপস্থিত ছিলেন।এই বৈঠকের মাধ্যমে বেসরকারি হাসপাতাল কতৃপক্ষকে বলা হয়েছে স্বাস্থ্য সাথী কার্ডে রোগীদের চিকিৎসা যেন ঠিকমতো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!