রানীগঞ্জ :আসানসোল পৌরনিগমের বোরো টুয়ের উদ্যোগে রানীগঞ্জ বাজার এলাকায় একবার ব্যবহার করা ৭৫ মাইক্রোনের নিচের প্লাস্টিক ব্যাগ যাতে কেউ ব্যবহার না করে ও অপরকেও ব্যবহারের জন্য না দেয় তারই লক্ষ্যে পৌরসভার কর্মীদের নিয়ে প্রচার করলেন মেয়র পরিষদ দিব্যেন্দু ভগৎ। এই প্রচারে তিনি প্রতিটি ক্রেতা, বিক্রেতাকে প্লাস্টিক ব্যাগ ব্যবহারের থেকে বিরত থাকতে অনুরোধ করেন, পাশাপাশি হুঁশিয়ারি সুরেও জানিয়ে দেন প্লাস্টিক ব্যাগ ব্যবহার করা দোকানদারকে ৫৫০ টাকা ও ক্রেতাকে ৫০ টাকা জরিমানা করা হবে। এছাড়াও তিনি ফুটপাত দখল নিয়ে স্বরব হলেন তিনি এদিন স্পষ্ট ভাষায় জানিয়ে দেন ফুটপাত দখল করে যদি কেউ ব্যবসা করে, তাদের কোনমতেই রেয়াত করা হবে না। প্রয়োজনে সিজ করা হবে ফুটপাতে রাখা বিক্রি সামগ্রী।
প্লাস্টিক ব্যাগ যাতে কেউ ব্যবহার না করে ও অপরকেও ব্যবহারের জন্য না দেয় তারই লক্ষ্যে পৌরসভার কর্মীদের নিয়ে প্রচার ASANSOL EXPRESS NEWS
