প্রাচীন চার্চের সৌন্দর্যায়ন জন্যে আড্ডা পক্ষ থেকে ১৩ লক্ষ ৬৫ হাজার টাকা অনুমোদন করা হয়
BAPPA BANERJEE রানীগঞ্জ:রানীগঞ্জের গির্জা পাড়ায় অবস্থিত ১০০ বছরেরও প্রাচীন চার্চের সৌন্দর্যায়ন, ঢালাই রাস্তা সহ বাউন্ডারি নির্মাণের জন্য আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের পক্ষ থেকে ১৩ লক্ষ ৬৫ হাজার টাকা অনুমোদন করা হয়। সে বিষয়ের প্রেক্ষিতেই বৃহস্পতিবার বিকেলে এই কর্মসূচির ভিত্তিপ্রস্থর স্থাপন করে শুভ আরম্ভ করেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান তথা রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়। পর্ষদের এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে ই এদিন এই কর্মসূচি শুরু হওয়ায় খুশি খ্রিস্টীয় সম্প্রদায়ের মানুষজন। আগামীতে ঐ অংশকে আলোক ঝলমলে করে তোলার লক্ষ্যে পর্ষদের পক্ষ থেকে আইমার্ক্স লাইট ও লাগানো হবে বলে জানা গেছে।