BAPPA BANERJEE রানীগঞ্জ:রানীগঞ্জের মারোয়াড়ি যুব মঞ্চের উদ্যোগে ও রামকুমার খৈতান ট্রাস্টের সহায়তায় বিনামূল্যে হাত ও পায়ের কৃত্রিম অঙ্গ, ক্যালিপার প্রদানের লক্ষ্যে, দিকে দিকে প্রচারের উদ্দেশ্যে এক ট্যাবলোর উদ্বোধন করলেন করলেন রানীগঞ্জ থানার ইন্সপেক্টর সুদীপ দাশগুপ্ত ,উপস্থিত ছিলেন ট্রাফিক ওসি চিত্ততোষ মন্ডল, রামকুমার খৈতান ট্রাস্টের সভাপতি হর্ষবর্ধন খৈতান, রাজেশ জিন্দাল ও মাড়োয়ারি যুব মঞ্চের যুব সদস্যরা । এই ট্যাবলোর মাধ্যমে রানীগঞ্জ এলাকার ছাড়াও পাশের জেলার মেজিয়া, জামুরিয়া, বহুলা, অন্ডাল, পাণ্ডবেশ্বর সহ বিভিন্ন এলাকাতে বিনামূল্যে কৃত্রিম অঙ্গ প্রদান করা হবে ২৬ থেকে ২৮ শে জুলাই তারই অঙ্গ হিসেবে সাত তারিখ থেকেই নাম নথিভুক্ত হবে যা নিয়ে প্রচার চালাবে এই ট্যাবলো।
মারোয়াড়ি যুব মঞ্চের উদ্যোগে ও রামকুমার খৈতান ট্রাস্টের সহায়তায় বিনামূল্যে হাত ও পায়ের কৃত্রিম অঙ্গ,দিকে দিকে প্রচারের উদ্দেশ্যে এক ট্যাবলোর উদ্বোধন
