মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী নির্দেশ অনুযায়ী কাজী নজরুল ইসলামের জন্মভিটা পরিদর্শনে এলেন জেলা শাসক সহ হ্যারিটেজের একটি প্রতিনিধি দল ASANSOL EXPRESS NEWS

BAPPA BANERJEE জামুড়িয়া ৮জুলাইঃগতমাসের ২৯জুন দুর্গাপুরে সৃজনী প্রেক্ষাগৃহে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় একটি প্রশাসনিক বৈঠক করেছিলেন। সেই বৈঠকে কাজী নজরুল বিশ্ববিদ্যালের উপাচার্য় সাধন চক্রবর্তী কাজী নজরুল ইসলামের জন্মভিটাকে হ্যারিটেজ করার দাবি জানিয়েছিলেন। সেই বৈঠক থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় জেলার প্রশাসনিক প্রধান ও হ্যারিটেজ দপ্তরের আধিকারিকেরদের জামুড়িয়ার চুরুলিয়া কাজী নজরুল ইসলামের জন্মভিটা পরিদর্শনের নির্দেশ দেন। সেই নির্দেশ মতো শুক্রবার পরিদর্শনে আসের জেলা শাসক এস অরুন প্রসাদ। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক প্রশান্ত রাজ শুক্লা, জামুড়িয়া সমষ্টি উন্নয়ন আধিকারিক জিষ্ণু দাস, কাজী নজরুল বিশ্ববিদ্যালের উপাচার্য় সাধন চক্রবর্তী, কবির ভ্রাতুশ পুত্র রিজাউল করিম, জামুড়িয়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি রেনুকা বাউরী, চুরুলিয়া গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান প্রদীপ মুখার্জী, আরকে ট্রেকচারের আধিকারিক সহ আরও অনেকেই।

 

আগত প্রতিনিধীরা পরিদর্শন করার পরে একটি বৈঠক করেন। এই বৈঠকে আলোচনার বিষয়ে উঠে আসে কবি নজরুলের যে পদর্শনী ঘর রয়েছে সেখানে থাকা পান্ডুলিপি সহ কবি ব্যবহার করা সামগ্রী আধুনিক পদ্ধতিতে সংরক্ষণ করা। যে সব বিল্ডিং ভেঙে পড়ছে তার মেরামত করা হবে। তৈরী হবে বেশ কিছু কংক্রিটের কটেজ, চওড়া বাইপাস রোড, পার্কিং জোন যুব হোস্টেল গুলিকে নতুন ভাবে সাজানো হবে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!