।
BAPPA BANERJEE আসানসোল :আসানসোলের মহিশীলায় সুশান্ত রায়ের ওয়াক্স মিউজিয়ামে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর জন্মদিবস পালন করা হল।শুক্রবার এই উপলক্ষে জ্যোতি বসুর মোমের মূর্তিতে মাল্যদান করা হয়েছে।এদিন জ্যোতি বসুর মোমের মূর্তিতে মাল্যদান করেন ভাস্কর্য শিল্পী সুশান্ত রায়।প্রসঙ্গত এই জ্যোতি বসুর এই মোমের মূর্তিটি ভাস্কর্য শিল্পী সুশান্ত রায় তৈরি করেছিলেন।তাই এদিন জন্মদিবসের মাধ্যমে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে শ্রদ্ধা জানানো হয়েছে।
আসানসোলের শিল্পী সুশান্ত রায় ২০০৩ সালে প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে তার ৯০ তম জন্মদিনে উপহার দেবার জন্য তৈরি করেছিলেন মোমের মূর্তি। তারপরই কলকাতায় এই মোমের মূর্তিতে মাল্যদান করতেন শিল্পী সুশান্ত রায়। কিন্তু ২০০৮ সালে সেই মোমের মূর্তি ফিরে আসে আসানসোলের মহিষীলার শিল্পীর ওয়াক্স মিউজিয়ামে এ তখন থেকেই সেই ওয়াক্স মিউজিয়ামে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর জন্মদিন পালন করে আসছেন। এই ওয়াক্স মিউজিয়ামে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অন্যান্য নামী অভিনেতা ও ক্রীড়া জগতের একাধিক ব্যক্তির মোমের মূর্তি রয়েছে। যা দেখতে ভিড় জমান শিল্পাঞ্চলবাসী